আমাদের কথা খুঁজে নিন

   

কৈশোরে আবেগতাড়িত আচরণের নেপথ্যে

কৈশোরে অনেকেই খামখেয়ালিপূর্ণ আচরণ করে এবং নানা হুমকি বা ভীতির মুখে আবেগতাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত নেয়। কারণ, তখন তাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশটি ঠিকমতো কাজ করে না।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে সোসাইটি ফর নিউরোসায়েন্সের আয়োজনে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গবেষকেরা বলেন, নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করার হার শৈশবের চেয়ে কৈশোরে প্রায় ২০০ শতাংশ বেশি দেখা যায়। তারুণ্যের মনস্তত্ত্ব নিয়ে একাধিক গবেষণায় দেখা যায়, কৈশোরে ও তারুণ্যের একটি বিশেষ পর্যায়ে (১৩ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত) কারণে-অকারণে ঝুঁকি নেওয়ার প্রবণতা বেশি হয়ে থাকে।



হুমকি বা ভীতির মুখে কৈশোরের আচরণ, সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক অবস্থা নিয়ে গবেষণা করেন যুক্তরাষ্ট্রের উয়েইল কর্নেল মেডিকেল কলেজের স্নায়ুবিজ্ঞানী ক্রিস্টিনা কডল ও বিজে কেসি। তাঁরা বিভিন্ন বয়সী একদল নারী-পুরুষকে স্বাভাবিক ও আক্রমণাত্মক চেহারাসংবলিত কিছু ছবি দেখতে দেন এবং নির্দিষ্ট কিছু বোতাম চাপতে বলেন। প্রতিক্রিয়ায় দেখা যায়, কিশোর-তরুণেরা ভুল বোতাম চাপে অন্যদের চেয়ে বেশি। আর তাদের প্রিফ্রন্টাল কর্টেক্সও তখন প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে। পপুলার সায়েন্স।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।