আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের অনেক সাবধান হওয়া দরকার!



এখনো কিছু ছেলে প্রেমের নামে বিয়ের স্বপ্ন দেখিয়ে- কয়েকদিন শরীর শরীর খেলা খেলে- ভেগে যায় আর তারপর সুরসুর করে বাবা/মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সংসারী হয়! আর মেয়েরা এই শরীর শরীর খেলায় ফেঁসে যায়- কখনো ভালোবেসে/ কখনো ফাঁদে পড়ে/ কখনো বাধ্য হয়ে ( সেচ্ছায় খুব কম-ই শোনা যায়) ! (কয়েকজনের এক-ই রকম প্রতারনার শিকার হওয়ার ঘটনা থেকে লেখা) ! এর উল্টোটাও যে হয় না এমন নয় তবে তা হাতে গোনা! আর এখন তো ছেলেরা প্রেম মানেই দুইদিন পর সেক্স! আবার প্রেমের নামে যার সাথে সেক্স করবে পরে তাকে ফেলেই অন্য কোন ভার্জিন মেয়েকে বিয়ের জন্য খুঁজে বিয়ে করবে! ( উল্টোটাও হয় তবে তা খুব কম) ! এরপর আছে ছেলেরা শরীর শরীর খেলা শেষে ভিডিও করে নেটে ছেড়ে দিবে বা ব্লাকমেইল করবে !( এর উল্টোটা শুনিনি!) ! যেটাই হোক, আমি বলবো - মেয়েদের-ই সচেতন এবং সাবধান হওয়া উচিত এইসব পুরুষদের ব্যাপারে! পারলে তাদের মুখোশটাও জনসম্মুখে খুলে দেয়া উচিৎ! ( হয়তো এতে সেই মেয়েটার-ই বদনাম হবে আবার তবুও এইসব নগ্ন পুরুষ বা তরুণদের মুখোশ খুলে দেয়া দরকার) !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।