আমাদের কথা খুঁজে নিন

   

ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী মোহামেডান

মৌসুম-সূচক এই টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে পড়েছে তারা। গ্রুপের অন্য দলটি হলো চ্যাম্পিয়নশিপ লিগের দল রহমতগঞ্জ এমএফএস। রোববার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ড্রর মাধ্যমে গ্রুপ ও টুর্নামেন্টের সূচি ঠিক হয়। ১২ টি দল চার গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশ নেবে। প্রিমিয়ার লিগের ১০ টি এবং চ্যাম্পিয়নশিপ লিগের একটি এবং বিকেএসপি ও বাংলাদেশ পুলিশের মধ্যকার জয়ী দলকে নিয়ে এই টুর্নামেন্ট হচ্ছে।

সোমবার বিকেএসপি ও পুলিশ মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ফেনী সকার ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব । শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী আছে ‘বি’ গ্রুপে। ‘সি’ গ্রুপে আছে বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন এবং বিকেএসপি ও বাংলাদেশ পুলিশের মধ্যকার জয়ী দল। ২১ নভেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ থাকছে। ফেডারেশন কাপের গতবারের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রিমিয়ার লিগের নতুন দল উত্তর বারিধারা ক্লাব এবং আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ এমএফএস প্রথম দিনে মাঠে নামবে। ২৬ নভেম্বর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। একদিন বিরতি দিয়ে ৩ ও ৪ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল এবং ৬ ডিসেম্বর হবে ফাইনাল।

প্রিমিয়ার লিগের দশটি দলে বিদেশী ফুটবলার থাকলেও, অন্য দুটি দল কোন বিদেশী নেয়ার সুযোগ পাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি। যার জন্য টুর্নামেন্টে কিছুটা বৈষম্যও থেকে গেল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.