আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদকে আন্তরিকভাবে ধন্যবাদ

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

এরশাদকে আপনি চোর বলতে পারেন, লুইচ্চা বলতে পারেন, বেঈমান বলতে পারেন, প্রতারক বলতে পারেন। যা ইচ্ছা তাই বলতে পারেন আপত্তি নাই। কিন্তু একবার একটু কি ভেবে দেখবেন তার করা কাজটা দেশের সার্বিক অবস্থার ভিত্তিতে কত গুরুত্বপূর্ণ ছিলো। আপনার কি এই কথা মানতে আপত্তি আছে যে তত্বাবধায়ক সরকারের নামে একটা অগণতান্ত্রিক ব্যাবস্থা যে একটা গণতান্ত্রিক দেশের জন্য অপমানের? যদি তাই থাকে তবে এরশাদের করা নিচের উক্তিটা একবার পড়ুনঃ- জাতীয় পার্টির এই নেতা বলেন, “তত্ত্বাবধায়ক সরকারকে তিনি ও তাঁর দল কখনো সমর্থন করেন না। তাঁদের জন্য তত্ত্বাবধায়ক সরকার কখনো সুখকর হয়নি।

এ কারণে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের জন্য আনা বিলে তিনি স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এ মুহূর্তে প্রধান বিরোধী দল বিএনপিরও উচিত এক পা এগিয়ে আসা। ” যদি আজকে এরশাদ অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারে অংশগ্রহন না করতো তাতে হয়তো তত্বাবধায়কের দাবি মানতে হইতো কিন্তু এর ফলে বাংলাদেশের গণতন্ত্র আবার পিছিয়ে পড়তো। আজকের উদ্ভূত পরিস্থিতি আবার ১০ বছর পরে তৈরি হইতো। ক্ষমতার পট পরিবর্তনের জন্য গ্রহনযোগ্য নির্বাচন দরকার তা সারাজীবন আপৎকালীন ব্যাবস্থার মধ্যে দিয়ে যেতে পারে না।

আজকে এরশাদের গণতন্ত্রের জন্য এক পা এগিয়ে আসার ফলে আমাদের একটা অমীমাংসিত অধ্যায়ের খুব সুন্দর পরিসমাপ্তি ঘটলো। আশা করি সর্বদলীয় সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন এর মাধ্যমে একটা গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং তারা পরবর্তী সকল নির্বাচন করার ব্যাপারে দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ এরশাদ আপনার সাহসী পদক্ষেপ এর জন্য। কস্ট লাগে আপনি স্বৈরাচারী হয়ে গণতন্ত্রের এগিয়ে চলার জন্য যেভাবে এক পা আগালেন তার বিন্দুমাত্রও এগোলেন না গণতন্ত্রের নামধারী নেত্রী খালেদা জিয়া।

মনে রাইখেন আজ শেখ হাসিনার দূরদর্শিতার কারনে নির্বাচনকালীন ব্যাবস্থার যে গনতান্ত্রিক সমাধান হলো তার জন্য সে ইতিহাস তাকে সবসময় সশ্রদ্ধ সম্মান জানাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.