আমাদের কথা খুঁজে নিন

   

সব ভালোবাসা শরীর কিংবা চেহারাকে ঘিরে আবর্তিত হয় না।।।

জীবন একখান বাঁশবাগান। খালি বাঁশ আর বাঁশ। ফেসবুকে আমি: facebook.com/bamboo.baash জিমেইলে আমি: bashbamboo@gmail.com

ফর্সা ও হ্যান্ডসাম একটা ছেলের পাশে কালো, চাপা ভাঙ্গা একটি মেয়ে! কিংবা খুব সুন্দরী একটি মেয়ের সঙ্গে বোকা বোকা চেহারার একটি ছেলে! সবার চোখে একদম বেমানান কাপল! আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে দেখি এই ‘বেমানান’ কাপলদের। কি প্রবল ভালোবাসা নিয়েই না একজন আরেকজনের দিকে তাকায় ! যেন তার সঙ্গীটিই রাজকুমার কিংবা রাজকুমারী। পুরো দুনিয়ার কটাক্ষ তুচ্ছ করে কতো যত্নেই না সঙ্গীর হাত আঁকড়ে ধরে রাখে ! যেন সবাই যা বলে বলুক না! আমি তো বলছি ‘ভালোবাসি, শুধু তোমাকেই!’ কী যে চমৎকার লাগে... বেমানান কাপল গুলো মনে করিয়ে দেয় যে পৃথিবীতে আসল ভালোবাসা বলে অবশ্যই কিছু আছে। সব ভালোবাসা শরীর কিংবা চেহারাকে ঘিরে আবর্তিত হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.