আমাদের কথা খুঁজে নিন

   

আবার মৌসুমী-ফেরদৌস-শাবনূর

‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির মধ্য দিয়ে আবার একসঙ্গে অভিনয় করছেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা মৌসুমী ও শাবনূর এবং দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস।

‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির গানের শুটিং করতে গত ২৬ এপ্রিল রাতে কক্সবাজার গেছেন ফেরদৌস, মৌসুমী ও শাবনূর। সেখানকার বিভিন্ন মনোরম লোকেশনে এখন ছবিটির গানের শুটিং চলছে।

অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এর আগেও আমরা তিনজন একই ছবিতে অভিনয় করেছি। আর এবার মৌসুমী ও শাবনূর সরাসরি আমার বিপরীতে অভিনয় করছেন।



মৌসুমী বলেন, ‘ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ‘‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিটি রচিত। সালাহউদ্দিন লাভলুর পরিচালিত “মোল্লাবাড়ির বউ” ছবির পর শাবনূর আর আমি এবার এ ছবিতে অভিনয় করছি। আমাদের দুজনের বন্ধুত্ব বেশ গাঢ়। আমাদের বোঝাপড়াটাও চমত্কার। ’

শাবনূর জানান, ‘তিনি এখন যে কটি ছবিতে কাজ করছেন, এর মধ্যে “কিছু আশা কিছু ভালোবাসা” একেবারেই ব্যতিক্রমী একটি ছবি।



পরিচালক মোস্তাফিজুর রহমান ছবির গল্প প্রসঙ্গে জানান, একজন প্রভাবশালী ব্যবসায়ী ও একজন বিশিষ্ট রাজনীতিবিদের দ্বন্দ্বকে ঘিরে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির গল্প এগিয়ে যাবে।

‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির সংগীতপরিচালক হিসেবে আছেন আরফিন রুমী, জে কে, আহমেদ হুমায়ুনসহ আরও কয়েকজন। ছবির গল্পকার শচীন কুমার নাগ।

এ বছরের ৩ ফেব্রুয়ারি ঢাকার এফডিসিতে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির শুটিং শুরু হয়।

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা মৌসুমী ও শাবনূর প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন এফ আই মানিক পরিচালিত ‘দুই বধূ এক স্বামী’ ছবিতে।

এ ছবিতে তাঁদের বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা মান্না। এরপর সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় একসঙ্গে অভিনয় করেন ‘মোল্লাবাড়ির বউ’ ছবিতে। তৃতীয় ও সর্বশেষ মৌসুমী ও শাবনূর অভিনয় করেন আবুল কালাম আজাদ পরিচালিত ‘বিয়াইন সাব’ ছবিতে। ছবিটি ২০০৬ সালে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.