আমাদের কথা খুঁজে নিন

   

সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক মাটে তৃতীয় শক্তিতে পরিণত হতে যাচ্ছে বি,এন,পি।

i love somewhere blog.

এরশাদের জাতীয় পাটি আর জিয়াউর রহমানের বি,এন,পি মূলত একই মুদ্রার এপিঠ ওপিঠ। দুটি দলের গঠন প্রদ্ধিতি, ক্ষমতায় যাবার ধরণ, সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রয় ক্ষমতা হরণ একটি ষ্টাইলে। শেষ পর্যন্ত জিয়াউর রহমানের বি,এন,পি এগিয়ে যেতে পারলেও পিছিয়ে পড়েছে এরশাদের জাতীয় পাটি। এখাযাক বি,এন,পি এগিয়ে যাওয়া আর জাতীয়পাটি পিছিয়ে পড়ার কারণ গুলো কি। বাংলাদেশে ইতিহাসে সর্বপ্রথম সংবিধান লঙ্ঘন করে আইন ভঙ্ঘ করে ও সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করে যিনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন তার নাম জিয়াউর রহমান।

বি,এন,পির সুভাগ্য জিয়াউর রহমানের কু কর্মের বিরুদ্ধে জনগণ সোচ্চার হবার আগেই জিয়াউর রহমান নিহত হন। ফলে জিয়ার কু কর্ম সব ঢাকা পড়ে যায়। জিয়াউর রহমান নিহত হবার পর একই ষ্টাইলে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন জিয়াউর রহমানের মত আরেক কুলঙ্গর সেনাঅফিসার এরশাদ, জিয়াউর রহমানের মত একটি ষ্টাইলে গঠন করে জাতীয় পাটি। সুভাগ্য ক্রমে জিয়াউর রহমান নিহত হবার সুবাধে বেচে গেলেও জনগনের হাত হতে রেহায় পায়নি এরশাদ ও এরশাদরে জাতীয় পাটি এরশাদের কুকর্মের দলীয় ও এরশাদের অবৈধ ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ সর্ম্পকে সাবই জেনে যায়। ফলে মারাত্বক জনগণের তোপের মুখে পড়ে এরশাদ ও তার জাতীয় পাটি।

মুলত জিয়াউর রহমানের মৃত্যুই ছিল বি,এন,পির জন্য সৌভাগ্য ও বি,এন,পি এগিয়ে যাবার মুল কারণ, এরশাদের জাতীয় পাটি আজ বাংলাদেশে অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারতো যাদি এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্তাণ হাবার আগে এরশাদের মৃত্যু হত। যাক পিরে দেখা যাক ১৯৯১ সালের নির্বাচন। সেই ১৯৯১ নির্বাচনে এরশাদ ছিল জেলখানায়, জাতীয় পাটি তখন ভেঙ্গেচুড়ে চুরমার হয়ে যায়। জাতীয় পাটির প্রায় সব নেতা পালিয়ে যায় আর গাঢাকা দিয়ে নিশ্চুপ হয়ে য়ায়। এই রমক চরম ও বিপদ জনক অবস্থায়ও এরশাদের জাতীয় পাটি ৩৫ টি সিটে জয় লাভ করতে সক্ষম হয়।

এবর দেখা যাক ২০০৮ সালের নির্বাচন। । সেই ২০০৮ নির্বাচনে বি,এন,পি নেত্রী জেলাখানায় ছিলনা, বি,এন,পি জামাত শিবির চারদলীয় জোট বন্ধ হয়ে নির্বাচন করে মাত্র ৩০ টি আসনে জয় লাভ করতে সক্ষম হয়। এবার খুব সহজে আর স্পষ্ট ভাবে বুঝা যায় বি,এন,পি ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে। বর্তমানে খালেদা জিয়ার বয়ষ প্রায় ৭০, ইতিমধ্যে খালেদা জিয়ার বষসের চাপে আওলা ঝাওলা কথাবার্ত বলেন তার বহু প্রমাণ আছে, বি,এন,পির অন্যতম মিত্র জামাত শিবির রাজাকারী কলঙ্ক নিয়ে ইতিমধ্যে নিঃচিহ্ন হবার পথে।

জিয়া পরিবারে সব সদস্য জড়ীয়ে পড়েছে রাষ্ট্রীয় র্দুনীতিতে। আগামী নির্বাচনে যদি বি,এন,পি অংশগ্রণ না করে, সেই ক্ষেত্রে এরশাদের জয়ী হবার সম্ভবনা আছে। জয়ী না হলেও অন্তত বিরুধী দলের মর্যদা পাবে এরশাদের জাতীয়পাটি। সেই ক্ষেত্রে জাতীয়পাটি আবার নতুন করে গুড়ে দাড়াতে পারে, যদি এরশাদের জাতীয়পাটি গুড়ে দাড়ায় আর জাতীয়পাটি বড় বড় নেতারা যদি কিছুটা আর্থিক সুবিধা ও দলীয় অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারে এরশাদের জাতীয়পটির আবার বি,এন,পিকে টপকিয়ে যেতে পারবে খুব সহজে। যদি এরশাদের উত্তাণ হয় সেই ক্ষেত্রে বি,এন,পির অবস্থায় কোথায় যেতে পারে তা ১০০% পরিষ্কার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.