আমাদের কথা খুঁজে নিন

   

সামুর জনপ্রিয়তায় ধ্বস !!!

এলেক্সা র‍্যাংকিং অনুসারে বানালাদেশ থেকে যে সাইটে সবচেয়ে বেশি যাওয়া হয় তা হল গুগল । এর পরের অবস্থানে রয়েছে ফেসবুক। বাংলাদেশিরা ফেসবুকে সময় দেয়া কমিয়ে দিয়েছে মনে হয়। ইতিবাচক দিক। এর পর যথাক্রমে রয়েছে- ইয়াহু, ইউটিউব, প্রথম আলু, ব্লগপোস্ট, গুগল বিডি, র‍্যাংকিং এর ৮ এবং ৯ নম্বরে রয়েছে বিডিনিউজ২৪ এবং বাংলা নিউজ২৪ ডট কম।

অথচ এই সাইট গুলো একসময় সামুর অনেক পেছনে ছিল। টেকটিউন আছে ১১ নম্বরে। টেকটিউন সামুর পরে এসেও সামু থেকে জনপ্রিয় হয়ে গেছে। আমাদের সামু জনপ্রিয়তা বাডাতে কোন সফলতাই দেখাতে পারে নি। সামু যথারিতী পডে আছে ১৩ নম্বরে।

নতুন যে ভার্সন টির মাধ্যমে সামু তার পুরনো জনপ্রিয়তা ফেরত পেতে চেয়েছিল তা আজ গুডেবালিতে পরিনত হয়ছে। এই নতুন ভার্সন কোন কাজে আসে নি। আগেরমত ভাল লেখাও পাওয়া যাচ্ছে না। তার উপর রয়েছে নির্বাচিত পোস্ট নামক মডারেসন বা ডিস্ক্রিমিনেসন। সামুকে উদ্যোগ নিতে হবে তার পুরাতন গৌরব ফিরিয়ে আনতে লিংক দিয়ে দিলাম http://www.alexa.com/topsites/countries/BD ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.