আমাদের কথা খুঁজে নিন

   

NIDS - What the hell is this!!!

Kazi Sanzidul Islam Begum Rokeya University, Rangpur NIDS একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যেখানে 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 'certificate' বিক্রয় করবেন আমাদের উপাচার্য মহোদয় । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই অনিয়ম অন্যায় মেনে নিতে না পেরে ৩দিন থেকে ক্লাস বর্জন করে রাস্তায় নেমেছে । এই দাবী কি অযৌক্তিক ??? NIDS বন্ধ ,লাইব্রেরী সুবিধা , হল চালু সহ ১৮ দফা দাবিতে শিক্ষার্থীরা অনড়- অবিচল । দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ছাত্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি । আমাদের সাথে একাত্ততা ঘোষণা করুন ।

নতুবা দারুল ইহসানের মত NIDS ও আমাদের কাছে অভিশাপ হয়ে ধরা দিবে । আমাদের শিক্ষা বাবস্থা আমাদেরই বাঁচাতে হবে । মজার বিষয় হলো আমাদের তথাকথিত মিডিয়া যা আজ অর্থের কাছে মাথা নত করে সেই সকল মিডিয়া কর্মীরা সারাদিন ভার্সিটিময় ঘুরে বেড়ালেও একটা নিউজ ও আর মিডিয়াতে আসছেনা। সময় টিভির রতন সরকার, চ্যানেল আই এর মেরিনা লাভলীর মত সাংবাদিকরাও আজ টাকা খেয়ে নেশায় ডুবেছে। ইতি মধ্যে ভিসির সন্ত্রাসী বাহিনীর হাতে আহত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছে আমারে এক ভা্ই।

শত শত ধিক এই মিডিয়াকে ধিক অর্থলোভী দূনীতিবাজ এবং certificate' বিক্রয়করার চেষ্টা কারিদের। NIDS নামক একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকরে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা বানিজ্যের ব্যবস্থা করা হয়েছে যার মালিক ভিসি এবং তার মেয়ে। NIDS এ মাত্র ১৮৫০০০টাকাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এর BBA, CSE, ET সহ মাষ্টারস এর certificate প্রদান করার ব্যবস্থা নেয়া হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.