আমাদের কথা খুঁজে নিন

   

আপনার বিক্যাশ একাউন্ট থাকলে- আমার লেখা ই-বুকটি ক্রয় করতে পারেন

আই'পি নেটওয়ার্কিং

ডাউনলোড:  http://www.mediafire.com/download/tk06ewx982s5uq1/IP_Networking.pdf
রচনায়:-
মো: শরিফুল ইসলাম লিংকন
ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক ইঞ্জিনীয়ারিং বিভাগ (6th batch)
ফেণী কম্পিউটার ইন্সটিটিউট - ফেণী।

Mobile: 01826106255
-: সম্পাদনায় :-
মাহমুদ হাসান
বি,এস,সি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনীয়ারিং
শাহ্-জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
এম,এস,সি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনীয়ারিং (running)
Memorial University of Newfoundland (কানাডা)
আমার কথা-
Digital Data Packet আদান-প্রদানে ব্যবহ্নিত এবং IP Support করে এমন device সমূহ যেমন- কম্পিউটার, PDA, Note Book, Smart Phone ইত্যাদির সমন্বয়ে আই’পি নেটওয়ার্ক গড়ে উঠে। IP Network এর মধ্যে বর্তমানে ইন্টারনেট একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। যারা নেটওয়ার্কে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক, কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ে যাদের জানার আগ্রহ আছে, বিশেষ করে কম্পিউটার সাইন্স/টেলিকমিউনিকেশন/ইনফরমেশন সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং ছাত্র-ছাত্রী তাদের জন্য বইটি বিশেষ ভাবে উপকারে আসবে বলে আমি আশা করি।
ই-বুক লেখালিখির দিক থেকে এটি আমার ২য় বই।

২০১৩ সালের এপ্রিলে আমার লেখা প্রথম ই-বুক “বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড লিনাক্স রেড হ্যাট এন্টার প্রাইজ-৫” প্রকাশিত হয়, যা আজ (২১ডিসেম্বার) পর্যন্ত ২৮ হাজার ৩৭৫ কপি ডাউনলোড হয়েছে। মূলত ঐ বইয়ের অসংখ্য পাঠকদের উৎসাহে এই বইটি লিখা শুরু করলাম।
যারা নেটওয়ার্কিং জগৎে সবেমাত্র পা দিয়েছেন তাদের সুবিধার কথা বিবেচনা করে বলছি- এই বইটি পড়ার আগে আপনাদের উচিৎ বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং কনসেপ্ট ক্লিয়ার করা, তার জন্য আমার লেখা “বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড লিনাক্স রেড হ্যাট এন্টার প্রাইজ - ৫” রেপারেন্স হিসেবে পড়তে পারেন।
মুরসালিন, ইয়াসিন, কোলো চাকমা সহ সকল বন্ধুদের আন্তরিক সহযোগীতায় একটি সফল টিম-ওয়ার্কের মাধ্যমে বইটি লেখা সম্পন্ন হয়েছে। এই বইটি লেখার পিছনে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই।


বর্তমানে ই-বুক লেখাকে আমি পেশা হিসেবে গ্রহণ করেছি তাই এই বইয়ের বিনিময়ে পাঠকদের কাছ থেকে শুভেচ্ছা মূল্য পেতে আশা করছি। বইটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত প্রদানের জন্য আমার Face Book Page:  এ দয়াকরে একটা লাইক দিন আর হাতে সময় থাকলে আমার মোবাইল নাম্বারে কল দিতে পারেন এতে আমার ই-বই লিখার উৎসাহ আরো বহুগুণ বাড়বে বলে আশা করি।
Technology নিয়ে সম্পূর্ণ শুদ্ধ বাংলায় বই লিখা আমার মত অল্পবিদ্যার (ডিপ্লোমা ইন্জিনিয়ারিং) ছাত্রের পক্ষে খুব কঠিন একটা কাজ, তাই লিখার সুবিধার জন্য আমি বইটি বাংলিশ পদ্ধতিতে লিখেছি। অনিচ্ছাকৃত ভূলত্রুটি, মুদ্রণ জনিত সমস্যা এবং আমার জ্ঞাণের সীমাবদ্ধতার জন্য এই বইতে কিছু ভূল ত্রুটি থাকতে পারে তাই আমি আন্তরিক ভাবে দু:খিত।
পাঠকদের যে কোন গঠন মূলক পরামর্শ কামনা করছি।


                            -মো:শরিফুল ইসলাম লিংকন-

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.