আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকে নৃশংস দৃশ্য থাকছেই

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, এ ধরনের ইমেজ দেখানোর অনুমতি দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েছে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ পোর্টালটি। এতে মানসিক ক্ষতির  শিকারও হতে হচ্ছে ব্যবহারকারীদের-- এমন অভিযোগও রয়েছে।
ফেইসবুকের যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের পলিসি পরিচালক সাইমন মিলনার জানান, এ ধরনের ফুটেজ মানবাধিকার লক্সঘনের ঘটনা প্রকাশ করতে পারে।
মিলনার আরও জানান, এ ধরনের ভিডিও তারা পোস্ট করেননি, ব্যবহারকারীরাই পোস্ট করেছে।
ইনকর্পোরেটেড সোসাইটি অফ ব্রিটিশ অ্যাডভার্টাইজার্স (আইএসবিএ) ফেইসবুকের দায়িত্ববোধের অভাব রয়েছে বলে অভিযোগ করেছে।
এসব সমালোচনার নিজেদের নিরাপত্তা উপদেষ্টা ও সংবাদমাধ্যমের ভাষ্যকারদের সমালোচনার মুখে ফেইসবুক শিরচ্ছেদের দৃশ্যের ভিডিও প্রায় বন্ধ করে দিয়েছিল। কিন্তু একই ধরনের ভিডিও অন্যদের প্রকাশের অনুমতি থাকায়, ভিডিওটি চালু রাখার অনুমতি দিয়েছে তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।