আমাদের কথা খুঁজে নিন

   

গিটার সিখছি, ভালো ভাবে বাজানোর জন্য পরামর্শ চাই,

গত ২মাস ধরে গিটার সিখছি, প্রথম অবস্থায় গিটারের তারে হাত দিলে বলাকা ব্লেইড এর মতো ধার লাগতো তবে এখন ঠিক আছে, তার পর প্রথমে আমাকে ক্লাস দেয়া হলো এক নাম্বার তারে১ ২ ৩ ৪ ফ্রেট পর্যন্ত ফিংগারিং, এক দুই তিন চার করতে করতে আমার এক সপ্তাহ লাগলো, ভালোই লাগছিলো, মনে হলো গিটার সিখা এতো সহজ! একসপ্তাহ পর যখন আমাকে 1নাম্বার তার থেকে ২ ৩ ৪ ৫ ৬ নাম্বার তার পর্যন্ত ফিংগারি করতে দেয়া হলো তখন ই বুজতে পারলাম গিটার কতো ডিফিকাল্ট, ২নাম্বার তার এ ধরলে টোকা পরে ৩নাম্বার তারে, আবার ৩নাম্বার তারে ধরলে টোকা পরে ২নাম্বার এ, না দেখে ৬তারের মধে একতারে পিক দিয়ে টুকা দেয়া অসম্ভব কাজ, দয়া করে কেউ এই সমস্যার সমাধান দিন, তার পর আসলো কর্ড ধরা, কর্ড ধরা পিকিং করার চেয়ে আরো ডিফিকাল্ট লাগে, যেমন ধরেন, C MEJOR ,ধরলাম , এখন সমস্যা হলো সি মেজরে কর্ড যে তারে ধরছি সে তারের নিচের অথবা উপরের তারের সাথে আংগুল লেগে যায় যা কারনে সব তারে বাজেনা, আর কর্ড চেইন্জ তো বহুদুর, দয়া করে কেউ এই সমস্যার সমাধান দিন, কর্ড যদি না ধরতে পার তাহলে আমার সাধের গিটার যে সিখা হবেনা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।