আমাদের কথা খুঁজে নিন

   

গিটার - আজকে একটি গান

আমার গত পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছি গিটারের কিছু বেসিক কর্ড। ছবি সহ কর্ডগুলো দেখানোর চেষ্টা করেছি, নতুন গিটারিস্টরা যেন ভালভাবে বুঝতে পারে। আপনারা যারা গিটার শিখতে ইচ্ছুক, আপনারা সেই কর্ডগুলো বারবার প্র্যাক্টিস করতে থাকেন। মনে রাখবেন, গিটার শেখার মূলমন্ত্র হচ্ছে ধৈর্য। আপাতত আজকে একঘেয়েমি কাটানোর জন্য সহজ কিন্তু প্রচন্ড জনপ্রিয় একটা গানের কর্ড আপনাদের সাথে শেয়ার করলাম।

যেই কর্ডগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো ছবিসহ দেখতে হলে আমার আগের পোস্টে যান। লিঙ্ক এখানে । 2441139 অঞ্জন দত্ত Intro (D)চাকরিটা আমি পেয়ে গেছি বেলা (Bm)শুনছ (Bm)এখন আর কেউ আটকাতে পার (A)বে না (G)সমন্ধটা (D)এই বার তুমি (A)ভেস্তে দিতে (D)পার (A)মাকে বলে দাও বিয়ে তুমি কর (D)ছ না (D)চাকরিটা আমি পেয়ে গেছি বেলা (Bm)সত্যি (Bm)আর মাত্র কয়েকটা মাস (A)ব্যাস (G)স্টার্টিং এই ওরা (D)১১০০ দেবে (A)তিন মাস পরে (D)কনফার্ম (A)চুপ করে কেন বেলা কিছু বল (D)ছ না এটা কি (G)২ ৪ (A)৪ (D)১১ ৩ (Bm)৯ (G)বেলা বোস তুমি (A)পারছ কি (D)শুনতে?(Bm) (G)১০-১২ বার (A)রং নাম্বার (D)পেরিয়ে তোমাকে (Bm)পেয়েছি (G)দেবনা কিছুতেই আর হারা (A)তে হ্যালো (G)২ ৪ (A)৪ (D)১১ ৩ (Bm)৯ (G)দিন না ডেকে (A)বেলাকে একটি (D)বার (Bm) (G)মিটার যাচ্ছে (A)বেড়ে এই (D)পাবলিক টেলি (Bm)ফোনে (G)জরুরী খুব জরুরী দর (A)কার । । (D)স্বপ্ন এবার হয়ে যাবে বেলা (Bm)সত্যি (Bm)এতদিন ধরে এত অপে (A)ক্ষা (G)রাস্তার কত (D)সস্তা হোটেলে (A)বদ্ধ কেবিনে (D)বন্দী দুজনে (A)রুদ্ধশ্বাস কত প্রতী (D)ক্ষা ।

। (D)আর কিছুদিন তারপর বেলা (Bm)মুক্তি (Bm)কসবার এই নীল দেয়ালের (A)ঘর (G)সাদাকাল এই (D)জঞ্জালে ভরা (A)মিথ্যে কথার (D)শহরে (A)তোমার আমার লাল-নীল সং (D)সার (D)চুপ করে কেন, একি বেলা তুমি (Bm)কাঁদছ? (Bm)চাকরীটা আমি পেয়ে গেছি (A)সত্যি (G)কান্না কাটির (D)হল্লা হাটির (A)সময় গেছে (D)পেরিয়ে (A)হ্যালো তুমি শুনতে পাচ্ছ (D)কি? এটা কি (G)২ ৪ (A)৪ (D)১১ ৩(Bm)৯... হ্যালো ২ ৪৪ ১১ ৩৯, দুরছাই ২ ৪৪ ১১ ৩৯ আজকের মত এটুকুই। পরবর্তিতে আরও গিটার লেসন এবং আরও নতুন কর্ড ও স্কেলিং নিয়ে আপনাদের মাঝে আসব। ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠবেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।