আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো গিটার

আমি যা আছি তাই ভালো।:) হয়না করা ঠিক আমার পুরনো গিটার, উঠেনা ঝড় সুরের মাঝে বাজে না ঝংকার। মনের তোলা ভূল সুরে মিলে না যে তাল; ভূলের মাঝেই জীবন জুড়ে তোমার হাহাকার। এমনি করে তোমায় ভেবে সময় করি পার। হটাৎ করে বছর পরে নেশার ঘোরে গাইতে গেয়ে গান- দেখি আমার গান এর মাঝে ঠিক যে আছে তাল। পিছু ফিরি অতীত পানে কোথায় আমার স্বপ্নওয়ালা গিটার? তাকিয়ে দেখি আমার মনের কোণে, জ্বলজ্বলিয়ে হাসছে গিটার বাজছে আবার - আমার নতুন সুরে। মিছেই তবে ,অতীত নিয়ে কষ্ট পেয়েছি হায়! আমার আমিই আমাকে গড়ি অন্য কেউতো নয়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।