আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনার জন্য সদিচ্ছাই যথেষ্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, আলোচনা বা সংলাপের জন্য দুই দলের সদিচ্ছাই যথেষ্ট। দেশের গণতন্ত্রের জন্য দুই রাজনৈতিক দলের নেতাদের কমিটমেন্ট থাকতে হবে। তাদের গণতন্ত্রের প্রতি দরদ থাকতে হবে। এক দল আরেক দলের বিরুদ্ধে ব্লেইম গেম খেলতে থাকলে দেশ ও জনগণ লাভবান হবে না। গত বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে তিনি এসব কথা বলেন।

প্রভাষ আমিনের উপস্থাপনায় এ সময় অনুষ্ঠানের লিংক স্টুডিওতে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রধান প্রতিবেদক আহম্মেদ আল ফারুক ও ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার।

লে. জে. মাহবুব বলেন, দলগত চিন্তাধারার ঊধের্্ব উঠে দেশ ও জনগণের স্বার্থে দুই দলের সংলাপ বা আলোচনা অনিবার্য হয়ে উঠেছে। সংলাপের বিপরীতে যে শব্দ তা হচ্ছে সংঘাত। আমরা কেউ সংঘাত চাই না। সংলাপের মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই।

এ নির্বাচন অবশ্যই হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান সহজ। সংলাপই হচ্ছে গণতন্ত্রের ভাষা। এখনো দেশের মানুষ উদ্বিগ্ন। দেশে কী হবে মানুষ জানে না।

দীর্ঘদিন ধরে সংলাপের একটি কথা হচ্ছিল, সেটাই জানে। তিনি বলেন, আন্তর্জাতিক মহল বলছে, আমাদের দেশের অভ্যন্তরীণ সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। এ সমস্যা নিয়ে বাইরের কেউ মাথা ঘামাবে না। তাই এ সমস্যা সমাধানের জন্য তারাও একটি সংলাপের আয়োজন করার কথা বলেছেন।

তিনি আরও বলেন, আমাদের অতীতের রাজনৈতিক ইতিহাস ভালো নয়।

আমরা দেখেছি রাজনৈতিক সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হয়নি। তবে আলোচনা বা সংলাপের পরিবেশ তৈরি করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। সরকারও বলছে, আলোচনার দরজা খোলা আছে। কে আগে এগিয়ে আসবে তাই এখন বাস্তবায়ন করতে হবে। তবে আমি মনে করি এই ক্ষেত্রে সরকারের ভূমিকা বেশি থাকা দরকার।

কারণ সরকারি দলের একটা দায়িত্ব আছে।

বিএনপির এ নেতা বলেন, সশস্ত্র বাহিনী দিবসে প্রধান বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া যাবেন। দুই নেত্রীর দেখা হবে, হয়তো কথাও হবে বা সংলাপের কোনো বিষয় নিয়ে আলোচনা হবে- এমনটা দেশবাসীর প্রত্যাশা ছিল। এমনকি আমিও আশা করেছিলাম। কিন্তু ম্যাডাম আসেননি।

কেন আসেননি তা আমি জানি না।

তিনি বলেন, গত সপ্তাহে হরতাল ছিল না। সবাই বলছেন, ইউএসের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়াবিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি নিশা দেশাই আসায় হরতাল হয়নি। কিন্তু এর আগে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার দিন পর্যন্ত হরতাল দেওয়া হয়েছে। তবে সত্যি কথা কি, রাজনৈতিক আবহ না থাকলে হরতাল দেওয়া যায় না।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.