আমাদের কথা খুঁজে নিন

   

Walton primo X2 ব্যাক্তিগতভাবে ব্যবহারকারীর অভিজ্ঞতা জানতে চাই।



কিছুদিন যাবত নতুন একটা মোবাইল ফোন কিনার জন্য মনের ভিতর আকুলিবিকুলি করতেছে। নেটে খোজ নিয়া যা বুঝতে পারলাম সবচেয়ে কম বাজেটের ভিতেরে সবচেয়ে হাই কনফিগারেশন এর মোবাইল এই মুহুর্তে Walton primo X2 । কিন্তু পরিচিত জন এর কাছে খোজ নিতে গিয়ে বেশ ভাল একটা অম্লমধুর অভিজ্ঞতা হল, কেউ বলল বাজটে ২৫ হলে কেন আমি লোকাল ব্রান্ড কিনব-খুবই যুক্তিযুক্ত কথা ! / কেউ বলল চমৎকার একটা মোবইল- আহা পুরাই পুলকিত! / কেউ বলল চলে আর কি কোনরকম-দই এর সাধ ঘোলে মিটানো / কেউ বলল পুরাই ফাউল-আপডেট করা যায় না ....... মাঝখানে আমি সবজি ছাড়াই পুরাই ধান্দা খাইয়া গেলাম !! তাই অবশেষে সামু ব্রাদার এন্ড সিস্টারদের কাছে জিজ্ঞাসু মনে হাজির হলাম। কেউ যদি সত্যি সত্যি এই মোবইলটির ব্যবহারকারী হয়ে থাকেন; দয়া করে হাতটা বাড়ান। কেন কিনব অথবা কেন কিনব না-একটু ব্যাখা করুন; আপনার প্লিজ লাগে। অন্য কোন ব্রান্ডের ২৫-৩০ এর মধ্যে সাজেশন থাকলে কষ্ট কইরা হইলেও আওয়াজ দিয়েন এবং অশেষ ধন্যাবাদ হাসিল কইরেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।