আমাদের কথা খুঁজে নিন

   

সিনেপ্লেক্সে 'প্যাসিফিক রিম'

হলিউডের সাড়া জাগানো মুভি 'প্যাসিফিক রিম' এখন ঢাকার বসুন্ধরা শপিংমলের স্টার সিনেপ্লেক্সে চলছে। বৈজ্ঞানিক কল্পকাহিনী ও অ্যাকশননির্ভর এ চলচ্চিত্রটি জাপানি অ্যানিমেশনের হলিউডি সংস্করণ। এ মুভিতে নির্মাতা ওয়েল রেমো দেল তেরো অ্যাকশনের পাশাপাশি মানবিক অনুভূতির সমন্বয় ঘটিয়েছেন। ব্যক্তিগত ট্র্যাজিডি ও নিজেকে প্রমাণ করতে না করতে পারার কষ্টের সঙ্গে রোমাঞ্চ ও কমেডি জীবন্তভাবে ফুটে উঠেছে মুভিটিতে। মুভির নায়ক চার্লি হান্নাম বলেন, এটি আসলে একটি প্রেমের গল্প। প্রেমকে ঘিরে পূর্ণতা পেয়েছে মর্মস্পর্শী নানা বিষয়। 'প্যাসিফিক রিম' নির্মাণে ব্যয় হয়েছে ১৭০ কোটি মার্কিন ডলার। আর এ পর্যন্ত আয় হয়েছে ৪১০ কোটি ডলারেরও বেশি। ব্যবসায়িক সফলতা এবং দর্শকপ্রিয়তায় হলিউড টপচার্টের শীর্ষে রয়েছে চলচ্চিত্রটি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.