আমাদের কথা খুঁজে নিন

   

বরুসিয়ার মাঠে বায়ার্নের সহজ জয়

লিগে বরুসিয়ার এটি টানা দ্বিতীয় হার। জিতেছে বেয়ার লেভারকুজেনও। ফরোয়ার্ড স্টেফান কিয়েবলিংয়ের একমাত্র গোলে হার্থা বার্লিনকে হারিয়েছে তারা। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লেভারকুজেন দ্বিতীয় এবং ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের রানার্স-আপ বরুসিয়া।

২০১০ সালের ফেব্রুয়ারির পর লিগে বায়ার্নের কাছে হারেনি বরুসিয়া। এই পৌনে তিন বছরে বুন্দেসলিগায় ৬টি মুখোমুখি লড়াইয়ে চারটিতেই জিতেছে বরুসিয়া, বাকি দুই ম্যাচ ড্র। তবে গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়াকে হারিয়েই ‘ট্রেবল’ অর্থাৎ এক মৌসুমে তৃতীয় শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে বায়ার্ন। এর সঙ্গে প্রতিপক্ষের মাঠে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস তো ছিলই। ‘অ্যাওয়ে’ ম্যাচে তারা শেষ হেরেছিল গত বছরের এপ্রিলে, বরুসিয়ার কাছে ১-০ গোলে।

তবে চোট সমস্যা শঙ্কায় ফেলে দিয়েছিল দু দলকেই। বায়ার্নে ছিলেন না কিছু দিন আগে ইউরোপ সেরা ফুটবলারের পুরস্কার জিতে নেয়া ফরাসি মিডফিল্ডার ফ্র্যাঙ্ক রিবেরি। বরুসিয়ার সমস্যা আরো বেশি। সেরা চার ডিফেন্ডারকে ছাড়াই নামতে হয় তাদের। ৬৬ মিনিটে মিডফিল্ডার মারিও গোৎজের গোলে এগিয়ে যায় বায়ার্ন।

স্ট্রাইকার টমাস মুলারের পাস থেকে লক্ষ্যভেদ করেন এ মৌসুমের শুরুতে বরুসিয়া থেকে বায়ার্নে যোগ দেয়া গোৎজে। ৮৫ ও ৮৮ মিনিটে আরো দুই গোল করে বায়ার্নের সহজ জয় নিশ্চিত করেন ডাচ ফরোয়ার্ড আরিয়েন রোবেন ও মুলার। অন্যান্য ম্যাচে অগসবুর্গ ২-০ গোলে হফেনহাইমকে ও ফ্রেইবুর্গ ১-০ গোলে আইনট্রাখট ব্রাউনশোয়া্ইগকে হারিয়েছে এবং ভলফসবুর্গ ১-১ গোলে নুরেমবার্গের সঙ্গে ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ৩-৩ গোলে শালকে জিরো ফোরের সঙ্গে ড্র করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।