আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা যে ইশ্বরের মতই পবিত্র।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর। ছয় ঘন্টা তেরো মিনিট পর খবর হল দেবীর? কোলের গন্ধ পেতে ইচ্ছে করছে ভীষন। এই ঠান্ডায় আমি ঠান্ডা পানিতে গোসল করেছি ঠিক হতে। ভাল্লাগে না তোমাকে ছাড়া ঢংগী। এক্ষুণি বদলাচ্ছি আমি।

কিন্তু করি কিভাবে? যদি না তুমি তোমার অপরূপ আংগুল তুলে বলে দাও ঐটা! এত্তদিন পরে এলে? মাহেন্দ্রক্ষণ তো পার হল কোটি বছর আগে। তোমাকেই স্মরণ করেছি সবার আগে। ইচ্ছে করা স্মরণ নয় সবার আগে তুমিই যে এলে। ________________________ বুঝি কি আর নাই? Hmm আমি আসলেই বুঝি না। যারা দেয় তাদের আমি বকা দেই।

বেশী বেশী দিলে আনফ্রেন্ড করি। আরাধিতা, বলোনা Hmm কি? _________________________________ বর বুঝি বাসায়? না হলে ফোন ধরো না ক্যান? মরে যাচ্ছি কথা বলতে। পুজারীর দেবী দর্শনে যে পরিচয়, সে পরিচয়েই আসতে চাই। যখন আর কেউ থাকেবনা শুধু তুমি ছাড়া। আরাধনা একান্তে হলেই ধ্যানস্থ হওয়া সহজ।

ভালবাসায় কোন ব্যাভিচার নেই। ভালবাসা যে ইশ্বরের মতই পবিত্র। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.