আমাদের কথা খুঁজে নিন

   

স্বল্পদৈর্ঘ বাংলা ছিঃনেমা: আবুল এখন ফেসবুক সেলিব্রেটি (চিরায়ত বাংলা ছিঃনেমার ফেসবুক সংস্করন ; রম্য)

একজন মানসিক রোগীর ব্লগে আপনাকে স্বাগতম!

এঞ্জেল বিলকিস নামের এক সুন্দরী ফেসবুকে ছবি আপলোড দিল। দশ-বিশজন বখাটে ফেসবুকার নানা অশ্লীল মন্তব্য করতে লাগল। হঠাত্‍ ই এই ঘটনা চোখে পড়ল আবুলের। সে ইনিয়ে বিনিয়ে বলতে লাগল,,"ভাই,মেয়েরাও মানুষ!আপনাদের কী মা-বোন নেই??....নারীদের সম্মান করতে শিখুন!" এরপর বখাটে দল নিজেদের ভুল বুঝতে পারল। ক্ষমা চাইল তরুনীর কাছে!! তরুনী আবুলের আচরনে মুগ্ধ হয়ে গেল।

তরুনী-আপনি না থাকলে কী যে হত!!উফ্ চিন্তাই করতে পারছিনা!! আবুল-আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র!! অতঃপর ফেসবুকের ইনবক্সে প্রেম হয়ে গেল। বিলকিসের বাবা আবার বিরাট সেলিব্রেটি। আবুল-তুমার বাবা কি আমাদের সম্পর্ক মেনে নিবে? বিলকিস-তুমি আমার বাবাকে চেননা। উনি অনেক উদার। আবুলকে বিলকিসের বাবার আইডি লিংক মেসেজ করা হল।

রফিক চৌধুরী-তুমার বাবা কি ফেসবুক ইউজ করেন? আবুল-উনি বকলম!! 1110 মডেলের ফোনে শুধু কল করতে আর রিসিভ করতে জানেন। -তুমি পোস্টপ্রতি লাইক কত পাও? -10-20 টা! -এই লাইক নিয়ে তুমি রফিক চৌধুরীর মেয়েকে বিয়ে করবে?? -আঙ্কেল যারা লাইক কম পায় তারাও ফেসবুকার!!আমি লাইকের জন্য লিখিনা!! -এত্তবড় সাহস ! আমার মুখের উপর কথা!!বামুন হয়ে চাঁদে হাত বাড়াস!!(একটা থাবড়া দেওয়ার ছবি মেসেজ করলেন রফিক সাহেব) -(হাত ধরে ফেলার ছবি সেন্ড করে) আপনি যদি বিলকিসের বাবা না হতেন তাহলে এই হাত আমি গুড়িয়ে দিতাম! -ঠিক আছে। দুইমাসের মধ্যে পোস্টপ্রতি 500 লাইক নিয়ে দেখা!তবেই বিলকিসকে পাবি!! -ঠিক আছে! এই বলে আবুল চ্যাট অফ করল। তার "গুড মরনিং" পোস্ট দিয়ে খ্যাতির চূড়ায় উঠা ভার্চুয়াল সেলিব্রেটি বন্ধুকে দিয়ে আইডি প্রমোট করাল। সবার পোস্ট এড মি কমেন্ট করল।

সাতদিনেই 4000 ফ্রেন্ড!!! এরপর মনের মাধুরী মিশিয়ে বিলকিসকে ভেবে কপিতা লিখে পোস্ট করতে থাকল আবুল। অতঃপর 14 দিনের মাথায় সে 500 লাইক পেয়ে গেল। এদিকে চেরাগ আলী নামের সেলিব্রেটির সাথে মেয়ের বিয়ে ঠিক করেছেন রফিক সাহেব। বিয়ের অনুষ্ঠান আজ। -চৌধুরী সাহেব!!আমি 500 লাইক পেয়েছি!টাইমলাইন চ্যাক করুন।

-আমার মেয়ের সাথে চেরাগ আলীর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে! চেরাগ আলী-আরে বন্ধু তুই?? আবুল-তুই শেষ পর্যন্ত আমার কইলজায় আঘাত দিলি?? -আরে না!আমি তো জানতামনা কিছু!!তোর সাথেই বিলকিসের বিয়ে হবে!! রফিক সাহেব এই বিরল বন্ধুত্বের নজির দেখে অবাক হলেন। চেরাগ-রফিক আঙ্কেল,আপনি জানেন,,এই আবুল কত মানুষের জন্য পোস্ট দিয়ে & ইভেন্ট খুলে রক্ত আর চিকিত্‍সার খরচ জোগাড় করে দিয়েছে??আবুলের কবিতা এখন একটা নিউজব্লগে ছাপা হয়। রফিক চৌধুরী-আবুল,তুমি আমার ভুল ভেঙে দিয়েছ!! এই লাইক-ফাইক কিছুই না!!পারস্পরিক বন্ধুত্ব,,মানবিকতাই আসল ব্যাপার!! অতঃপর আবুল এবং বিলকিসের বিয়ে হল। চেরাগা আলী বাপ্পারজ বনে গেলেন :-( । যাই হোক,,পরস্পরকে চায় এমন দুটি মনের অন্তত মিলন হয়েছে_এটা ভেবে চেরাগ খুশি হল।

___সমাপ্ত__ চিত্রনাট্য,প্রযোজক & পরিচালক-রাইসুল আবিদ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।