আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের দিনরাত্রি



১. আরো কিছু সিগারেট ক্ষয় হবে আরো কিছু র্নিঘুম যাবে রাত তার পর বালিশে মাথা দিতেই ঘুমিয়ে যাবো নতুন কোন ঠোঁটে চুমু খাব হাতে রাখবো কারো হাত| ভালোবাসা ভালোবাসা করো- এটা আর এমন কি, এখন দেখি তোমাকে ভোলা সহজ ই ! ২. তোমার ভিতর পচন ধরেছে পচনের কাল পচন তো ধরবেই এতোকাল ছিলে মনে এখন নেমেছ শরীরে শয্যায় ঢেলেছো সর্বস্ব তুমি তো এখন চৌরাস্তায় পড়ে থাকা নিঃস্ব ভিখারী এরপর হবে পচে পচে অদৃশ্য বিলীন | ৩. সব কথা শেষ হয়ে গেল এতো সহজে একটি কথায় ! আমি তো নিয়ে এসেছিলাম এক কথার সাগর যা ফুরাবার নয়; বিনিদ্র রাত দিন খেঁটে গড়ে ছিলাম একখন্ড জমিন উত্তাল সমুদ্রে তুলে ছিলাম পাল.. কপাল পোঁড়া, বহুরূপী নদী এক তীরের মায়া কাঁটিয়ে গড়েলো অন্যের তীর একটি কথায় এক সমুদ্র খেলো বুকের জমিন | ৪. দূরে আছি দূরে স্বজন থেকে বন্ধু থেকে দূরে আছি নারীর ছায়া নদীর থেকে খুব সকালে অবাক চোখে চোখ রাখা প্রিয় চোখ থেকে, দূরে আছি দূরে | দূরে আছি উড়ন্ত শৈশব ঝলমলে কৈশোর থেকে আপাদমস্তক নিঁখূত প্রেমিকের যৌবন থেকে দূরে দূরে আছি বিষাদের চাদরে সৃষ্টিহীন সুখে, দূরে আছি দূরে........


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.