আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রিত্ব/নেতৃত্ব ১টি জিনগত রোগ (রম্য)

এখানে সিন্ডিকেটবাজদের পাত্তা দেয়া হয় না

প্রধানমন্ত্রিত্ব/নেতৃত্ব ১টা মেন্ডেলিয়ান (অটোসমাল ডমিন্যান্ট) ডিজর্ডার; বাপমায়ের মধ্যে ১জন এতে হেটারোজাইগাসলি আক্রান্ত হোলে অফস্প্রিংদের ৫০% সম্ভাবনা থাকে প্রধানমন্ত্রী/নেতা হওয়ার; বাপমা দুজনাই হেটারোজাইগাসলি আক্রান্ত হোলে পোলাপাইনের ৭৫% সম্ভাবনা থাকে প্রম/নেতা হওয়ার। আর বাপমা দুজনাই হোমোলগাসলি আক্রান্ত হোলে ত আর কথাই নেই, এক্কেবারে ১০০% নিচ্চিত। কাজেই, ফ্যামিলি হিস্ট্রি না থাকলে, খামাখা তেলবাজি চামবাজি কোরে প্রম/নেতা হওয়ার চেষ্টা বৃথা, এসব কোরে জেনেটিক ডিজিজ গায়ে আনা যায় না; অবশ্য ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে হোলে আলাদা কথা, এক্ষেত্রে তেলবাজি চামবাজি অব্যর্থ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।