আমাদের কথা খুঁজে নিন

   

আচার্যের নির্দেশনা বাস্তবায়নে জাবি শিক্ষকদের প্রতীকী অনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিরসনে রাষ্ট্রপতির দেয়া নির্দেশনা বাস্তবায়নে  প্রতীকী অনশনে বসেছেন উপাচার্যবিরোধী আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। আজ সোমবার সকাল থেকে ঐক্য ফোরামের প্রায় ১২ জন শিক্ষক এ প্রতীকী অনশনে বসেছেন যা চলবে সন্ধ্যা পযন্ত।

ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছান জানান, রাষ্ট্রপতির নির্দেশনায় স্পষ্টভাবে ভিসি প্যানেল নির্বাচন দিয়ে ভিসিকে তার পদ থেকে সরে যেতে বলেছেন। কিন্তু রাষ্ট্রপতির নির্দেশনা অমান্য করে ভিসি একের পর এক নির্বাচনের ঘোষণা দিয়ে পদে থাকার তালবাহনা করছেন। আচার্যের নির্দেশনা বাস্তবায়নে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে এবং 'অনিয়মের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে জাকসু নির্বাচনে এমফিল পিএইচডি শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা বাতিলের দাবিতে অনশনে বসা হয়েছে।

অনশন করছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন, ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছানসহ আরো ১২।

এদিকে, গতকাল ষষ্ঠ দিনের মতো প্রশাসনিক ভবনে  অবরুদ্ধ ছিলেন দুই উপ-উপাচার্য এম এ মতিন (ভারপ্রাপ্ত উপাচার্য) ও আফসার আহমদ।

গত বুধবার থেকে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে তাদের অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারী ঐক্য ফোরামের সদস্যরা। একই সঙ্গে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে অনির্দষ্টিকালের জন্য ধর্মঘট ও প্রশাসনিক ভবনসমূহে অবস্থান কর্মসূচিও পালন করছেন তারা।

আজ সোমবার দাবি আদায়ে পঞ্চম দিনের মতো ধর্মঘট পালন করছেন ঐক্য ফোরাম।

তবে ক্লাস পরীক্ষা ও পরিবহন ধর্মঘটের আওতামুক্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।