আমাদের কথা খুঁজে নিন

   

দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

এ দেশের জন্মের যারা বিরোধিতা করেছে, তাদের কোন নৈতিক অধিকার নেই এদেশের মাটিতে থেকে এদেশের মাটি পানি আলো বাতাস ভোগ করার । আমাদের দূর্ভাগ্য আমাদের জতীয় নেতৃত্ব তাদের এদেশে মেনে নিয়েছে ! এর মাঝে আবার যারা সরাসরি হত্যা লুন্ঠন ধর্ষন জাতীয় জঘন্য কর্মে নিয়োজিত ছিল, তাদের জন্য তো ধর্মীয় আইনেই রয়েছ কিসাস । হত্যার বদলা হত্যা । দাতের বদলে দাত, হাতের বদলে হাত । একই সাথে এদেশের জন্মের পর থেকে যারা এ দেশে দাংগা লাগিয়ে জাতিকে বিভক্ত করতে চায়, বিশ্বের বুকে ব্যার্থ রাষ্ট্র হিসেবে প্রমান করে দেশের সার্বভৌমত্বকে বিকলাংগ করতে চায়, বিশ্বের বুকে এ দেশের শান্তি প্রিয় মানুষদের জংগী প্রমান করে - নিরীহ নারী শিশুদের ড্রোন হামলার শিকার করতে চায়, সাম্প্রদায়িক দাংগা বা বিদেশী আক্রমণে মরে থাকা লাশের মিছিল দেখে ৭১ এর হানাদারদের মত উল্লসিত হতে চায়, তাদেরও নৈতিক কোন অধিকার নেই এদেশের হাওয়া পানি ভোগ করার ।

ধর্মীয় বিশ্বাস যার, যার । কিন্তু ভিন্ন বিশ্বাসে বিশ্বাসীদের কুৎসিত ভাবে আক্রমণ করে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে, বিভিন্ণ সম্প্রদায় বিশেষ করে সংখা লঘুদের সুস্হ জীবন যারা বিপন্ন করতে চায় তার সমাজের দুষ্টু ক্ষত । এরা একেক সময় একেক ভেক ধরে কখনও নাস্তিক মুরতাদ সেজে, কখনও মত প্রকাশের স্বাধীনতার নাম করে, দেশে অনিষ্ট সৃষ্টি করাই এদের কাজ । দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই। আমাদের জাতীয় দূর্ভাগ্য এটা যে আমরা এট যৌক্তিক দুটা দাবীকে নিয়েও রাজনীতির কুট খেলায় লিপ্ত ।

অথচ এখানে রাজনীতির কিছু নাই । শাপলা আর শাহাবাগে লাখো মানুষের ঢল প্রমাণ করেছে দুটাই এদেশের মানুষের প্রাণের দাবী । অথচ নষ্ট কিছু লোক আছে এ দুটোকে মুখোমুখি দাড় করাতে চায়, এবং তারা পেরেছেও অনেকাংশে, এদেশের মানুষের বোকামী আর ভুল বুঝার সুযোগ নিয়ে । কিন্তু এই ভুল না শুধরাতে পারলে আমরা কোনদিনই জাতীয় ঐক্য স্হাপন করে সুস্হ পথে এগুতে পারব না । তাই সময় এখন আওয়াজ তুলার সাম্প্রদায়িক ও ধর্ম বিদ্বেষীদের ফাসি চাই, যুদ্ধাপরাধীদের ফাসি চাই, এদের কোন ক্ষমা নাই, সংসদে আইন চাই ।

জনতার দাবীতে যুদ্ধাপরাধীদের বিচারের আইনও পরিবর্তন হয়েছে, একই ভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষে ধর্মীয় উষ্কানীদাতাদের বিরুদ্ধেও ব্লাসফেমীর মত কঠোর আইন চাই, আর তা এদেশের নিরীহ দূর্বল লোকদের রক্ষার স্বার্থেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.