আমাদের কথা খুঁজে নিন

   

লাশের দাবী

যুদ্ধাপরাধী, বিভ্রতি,বাজেদল বিচার জলদি হোক।

সেদিন একটি লাশের সাথে অন্য লাশের দেখা বল্ল হেথায় কি করছিস বসে একা একা, গহিন ঘন জংগলেতে মাত্র একটি কবর, কি আক্ষেলে রাখলো তোরে জিন্দারা বর্বর ? অন্য লাশে বল্ল হেসে সত্যি বলছ ভায়া, জিন্দা যেন জিন্দা নয় শুধু চলৎ কায়া। হর্ষ বিষাদ শোক বিস্ময় সবই গেছে ভুলে, মনে হচ্ছে বসে আছে তারাই পটল তুলে। কোন সাহসে তারাই আবার বলছে মোদের লাশ? আমরা সবাই মানবতার জিন্দা ইতিহাস। সব কবরে পাঠাও খবরএ গড়ো সংগটন, দাবী নিয়ে পথে নামো করো আন্দোলন, শ্লোগান দিয়ে ভরাও আকাশ জাগাও বাতাস " আজকে থেকে আমরা জিন্দা তারা সবাই লাশ"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.