আমাদের কথা খুঁজে নিন

   

শীতার্ত মানুষের সাহায্যার্থে (পর্ব ২)



শীতেরও ডর ভয় আছে...সবার কাছে যায়না...।সুবিধাবাদী একটা জিনিস..জৈনিক রাজনীতিবিদের মত...।শীত যারে হাতের কাছে পাবে তারেই ধরবে...আমার আপনার কাছে শীত আসেনা...ভয় পায়...! কারণ আমাদের কাছে আছে মোটা মোটা কাপড় আর আরামদায়ক উষ্ণ বিছানা...এত কিছু ভেদ করে শীত আমাদের কাছে আসতে চায়না...খুবই অলস একটা জিনিস শীত...একদম কষ্ট করতে চায়না...! রাস্তায় রাস্তায় শীতের এত খোরাক থাকতে শীত আমাদের কাছে আসবে কেন...রাস্তায় খালি গায়ে পড়ে থাকা মানুষ গুলোকে দিয়েই শীত তার চাহিদা মিটায়...সেই সব উদ্ভাস্তুরাই শীতের খোরাক...। তাদের উপরই বিনা কষ্টে শীত তার কাজ সেরে নেয়,...সেইসব বস্ত্রহীনদেরকে শীত একেবারে আঁকড়ে ধরে...এই সূর্যাস্তের আগ থেকে সূর্যদয়ের পর পর্যন্ত...! জানালার কাঁচ বন্ধ করে মোটা কাপড়ে নিজেকে আচ্ছন্ন রেখে আমরা হয়তো ভাবছি শীত এখনো তার কার্যক্রম শুরু করেনি... কারণ এই অলস শীত এত কষ্ট করে মোটা কাঁচ ভেদ করে আমাদের ঘরে আসেনা...! কিন্তু চার দেয়ালের বাইরে বস্ত্রহীন যারা থাকে তারাই উপলব্দি করতে পারে শীত কি জিনিস...এবং কখন থেকেই শীত তাদের উপর অত্যাচার চালাচ্ছে...! শীতের মাঝ রাতে পায়ে হেটে বাসায় ফেরার অভিজ্ঞতা যাদের হয়েছে তারাও হয়তো একটু আঁচ করতে পারেন কেমন হতে পারে মাঝ রাতে ঘরের বাইরের শীত...!! আর এই অবস্থায় যারা সারা শীতের মৌসুমটা পার করছে তাদের কথা মনে করলেই কেমন জানি মনের মধ্যে হু হু করে উঠে...!! আসলেই আমাদের কিছু একটা করা দরকার...তাদের জন্য ...এবং তা এখনি...!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।