আমাদের কথা খুঁজে নিন

   

নাপোলিকে হারিয়ে প্রতিশোধ ডর্টমুন্ডের

চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে আর্সেনালের কাছে ১-০ গোলে হারের পর ঘরোয়া লিগে পরপর দুটি ম্যাচে হেরে যায় বরুসিয়া। টানা তিন ম্যাচে হেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল গত মৌসুমে বুন্দেসলিগাতেও রানার্সআপ হওয়া বরুসিয়া। তবে মঙ্গলবার দারুণ আক্রমণাত্মক রুপে খেলা শুরু করে জার্মানির দলটি। ঘরের মাঠ সিগনাল ইদুনা-পার্কে ১১ মিনিটে মিডফিল্ডার মার্কো রয়েসের সফল পেনাল্টিতে এগিয়ে যায় স্বাগতিকরা। রয়েসের কর্ণার কিক থেকে পোল্যান্ডের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি হেড করতে গেলে তাকে অবৈধভাবে বাধা দেন অতিথিদের স্পেনের ফরোয়ার্ড হোসে ক্যালেহন।

ফলে পেনাল্টির বাঁশি বাজার রেফারি। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বরুসিয়া। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের দারুণ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন স্বাগতিক গোলরক্ষক। আর তার আধা মিনিটের ব্যবধান দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান বাড়ান লেভানদোভস্কির স্বদেশী জাকুব ব্লাজসিকোভস্কি। রয়েসের পাস থেকে গোলটি করেন তিনি।

১১ মিনিট বাদে নাপোলির ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়ে একটি গোল পরিশোধ করলে লড়াইয়ে ফেরে নাপোলি। হিগুয়াইনের পাস থেকে গোলটি করেন তিনি। তবে সাত মিনিট বাদেই অতিথিদের জয়ের স্বপ্ন মিথ্যে করে দেন পিয়েরে এমরিক আউবামেয়াং। লেভানদোভস্কির পাস থেকে আলতোভাবে স্পেনের গোলরক্ষক হোসে রেইনার মাথার উপর দিয়ে বল জালে জড়ান গ্যাবনের এই স্ট্রাইকার। ‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে ফ্রান্সের অলিম্পিক মার্সেইকে ২-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠা অনেকটাই নিশ্চিত করেছে আর্সেনাল।

পাঁচ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দলটি। বরুসিয়া ও নাপোলির পয়েন্ট সমান ৯ হলেও গোল ব্যবধানে এগিয়ে বরুসিয়া। সেরা ১৬ দলের পরের রাউন্ডে উঠতে তুলনামুলক কঠিন পরীক্ষা দিতে হবে নাপোলিকে। শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে তাদের লড়তে হবে আর্সেনালের বিপক্ষে। যেখানে ন্যূনতম এক পয়েন্ট পেলেই চলবে ইংল্যান্ডের দলটির।

আর বরুসিয়া খেলবে দুর্বল দল অলিম্পিক মার্সেইয়ের সঙ্গে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।