আমাদের কথা খুঁজে নিন

   

"থানায় জিডি করা যাবে অনলাইনেই''



সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই প্রথমবারের মতোই অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) চালু করলো। চলতি মাসে চালু হওয়া এই পদ্ধতি প্রথমে শুরু করেছে উত্তরা পুলিশ স্টেশন, তবে জানা গেছে, এই সেবা পরবর্তী সময়ে ঢাকার সবগুলি থানাতেই পর্যায়ক্রমে চালু হবে। খবর ডিএমপি ওয়েবসাইটের। পাসপোর্ট, সনদ, পরিচয়পত্রসহ আনুষঙ্গিক দরকারী জিনিস-পত্র হারালে অনেকেই জিডি করতে অনাগ্রহ দেখান। এই অনলাইন জিডি পদ্ধতি চালু হলে জিডির কাজটি ঘরে বসেই সারা যাবে।

এ ছাড়াও বাড়ি ভাড়া, নাইট গার্ড, দারোয়ান, বাড়ির কাজের লোক এবং ড্রাইভার বিষয়ক তথ্য প্রদান ও সন্দেহজনক আগন্তুক বিষয়ে জিডি করা যাবে বলেও সূত্রটি উল্লেখ করেছে। অনলাইনে জিডি করা হলে জিডির কপি প্রথমে ডেপুটি কমিশনারের কাছে যাবে। সেখান থেকে ডিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্বরত অফিসারকে নির্দেশ দেবেন বলে জানা গেছে। পুলিশের ওয়েবসাইটে এই সেবাটিকে উল্লেখ করা হয়েছে ‘সিটিজেন হেল্প রিকোয়েস্ট’ বা ‘সিএইচআর’ নামে। জিডি করতে হলে ঢাকা মেট্রপলিটান পুলিশের ওয়েবসাইটে (http://www.dmp.gov.bd) সাইটে গিয়ে সিটিজেন হেল্প রিকোয়েস্ট বাটনে কিক করলে জিডি করার অপশনগুলি পাওয়া যাবে।

অথবা সরাসরি (http://www.dmp.gov.bd/static/chr_home.php) লিংক থেকেও জিডি করা যাবে। বিডি নিউজ: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.