আমাদের কথা খুঁজে নিন

   

পিটুনিতে মৃত্যুর অভিযোগ ৬ পুলিশ কর্মকর্তù

মাদারীপুরের শিবচর পৌরসভার নলগোড়ায় মঙ্গলবার রাতে পুলিশের পিটুনিতে সিরাজ খান নামে এক ব্যক্তি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী পুলিশকে ধাওয়া করলে তারা দুটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল ছয় পুলিশ কর্মকর্তাকে সাময়িক ক্লোজ করা হয়েছে। তারা হলেন- এসআই আসাদ, রমজান আলী ও আমিনুল এবং এএসআই আজাদ, হারুন ও জুয়েল। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাতে শিবচর পৌরসভার নলগোড়া এলাকায় স্থানীয় কয়েকজন তাস খেলছিলেন। এ সময় পুলিশের একটি টিম সেখানে গিয়ে 'জুয়া খেলা হচ্ছে' অভিযোগ এনে তাদের ধাওয়া করে দুজনকে ধরে ফেলে। এদের মধ্যে পূর্বশ্যামাইল গ্রামের সিরাজ খানকে মারধর করলে ঘটনাস্থলে তিনি মারা যান। তার মৃত্যুর খবরে এলাকাবাসী পুলিশ সদস্যদের ধাওয়া দিলে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। গতকাল সকালে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিরাজের ভাই ইদ্রিস বলেন, 'আমার ভাইকে পুলিশ পিটিয়ে হত্যা করে ডোবায় ফেলে দেয়। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।' মাদারীপুর পুলিশ সুপার জানান, পুলিশের তাড়া খেয়ে বা মারধরে মৃত্যুর অভিযোগ ওঠায় তাদের ক্লোজ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.