আমাদের কথা খুঁজে নিন

   

আরাফাতের মৃত্যুরহস্য

ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুরহস্য উদ্ঘাটিত হয়েছে। মৃত্যুর নয় বছর পর প্রমাণিত হলো স্বাভাবিক মৃত্যুবরণ করেননি এই মহান মুক্তি সংগ্রামী। তাকে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগে। কবর থেকে ওঠানো আরাফাতের হাড়ে পাওয়া গেছে বিষাক্ত পলোনিয়াম। স্বাভাবিক অবস্থায় মানুষের শরীরে যে পরিমাণ পলোনিয়াম থাকে আরাফাতের দেহে ছিল তার চেয়ে ১৮ গুণ বেশি। ইয়াসির আরাফাত মারা যান ২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের এক হাসপাতালে। সে সময়ই সন্দেহ করা হচ্ছিল ফিলিস্তিনি নেতার ওপর সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছে। আরাফাত পত্নী ও ফিলিস্তিনি নেতারাও এ আশঙ্কার কথা প্রকাশ করেছেন তারস্বরে এবং এ জন্য ইসরায়েলের দিকে অঙ্গুলি নির্দেশও করেছেন। এ বিষয়টি নিশ্চিত হতে আরাফাতের অষ্টম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে গত বছরের নভেম্বরে পশ্চিমতীরের রামাল্লার সমাধি থেকে ফিলিস্তিনি নেতার মরদেহ উত্তোলন করা হয়। সুইজারল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার গবেষক দল সংগৃহীত নমুনাগুলো নিয়ে পৃথকভাবে ফরেনসিক পরীক্ষা করেন। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি সেন্টার অব লিগ্যাল মেডিসিন ইন লাওমেনের গবেষকরা ফরেনসিক পরীক্ষার যে ১০৮ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে তারা বলেছেন, ফিলিস্তিনের এই অবিসংবাদিত নেতাকে পলোনিয়াম প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আরাফাতের দেহাবশেষ নিয়ে সুইস গবেষকদের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনটি নানা কারণে তাৎপর্যের দাবিদার। এর মাধ্যমে ফিলিস্তিনি নেতার ঘাতকদের সরাসরি চিহ্নিত করা না গেলেও এর পেছনে ইসরায়েলের কালো হাত যে জড়িত ছিল তা অনেকটাই স্পষ্ট হলো। ফিলিস্তিনকে নেতৃত্বহীন করে তাদের দাবিয়ে রাখার উদ্দেশ্যেই যে বিষ প্রয়োগ করা হয়েছিল এমন অনুমানও সঙ্গতভাবেই করা যায়। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এ ক্ষেত্রে বহুবারই হাত পাকিয়েছে। আমরা আশা করব বিশ্ব সম্প্রদায় আরাফাত হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করবে। পাশাপাশি ফিলিস্তিনিদের কর্তব্য হওয়া উচিত আরাফাত যে লক্ষ্যের জন্য আত্দোৎসর্গ করেছেন, তা যে কোনো মূল্যে কায়েম করা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.