আমাদের কথা খুঁজে নিন

   

কোহলির সেঞ্চুরির পরও ভারতের হার

বিরাট কোহলী সেঞ্চুরি করেছেন, অথচ ভারত হেরেছে এমন ঘটনা নেপিয়ারের আগে আর কখনোই ঘটেনি। গতকাল নেপিয়ারে ক্যারিয়ারের ১৮ নম্বর সেঞ্চুরি করেছেন কোহলী। অথচ হেরেছে তার দল ভারত। হেরেছে ২৪ রানে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পরেরটি ২২ জানুয়ারি হ্যামিল্টনে। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড সর্বশেষ জিতেছিল ২০১০ সালে ডাম্বুলায়। এরপর টানা ৭ ম্যাচ হেরেছে। গতকালও হারের পথেই ছিল। ২৯৩ রানের টার্গেটে খেলতে নেমে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের এক পর্যায়ে প্রয়োজন ছিল ৮ ওভারে ৭০ রান। হাতে ছিল ৬ উইকেট। এমন সমীকরণে খোলা চোখেই দেখা যাচ্ছিল ভারতের জয়। কিন্তু ৪৩ নম্বর ওভারে ম্যাকক্লেনাগান ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের বাইরে ছিটকে দেয় ভারতকে। তারপরও কোহলী উইকেটে থাকায় আশা ছিল ধোনীবাহিনীর। কিন্তু পরের ওভারে কোহলীকে সাজঘরে ফেরত পাঠানোর সঙ্গে ভারতের জয়ের কফিনে পেড়েকটাও ঠুকে দেন ম্যাকক্লেনাঘান। দল হারলেও রেকর্ড গড়েছেন কোহলী। সবচেয়ে দ্রুত ১৮ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। সেঞ্চুরি করতে তিনি ১১৯ ম্যাচে। এর আগে ১৮ সেঞ্চুরির দ্রুততম রেকর্ড ছিল আরেক ভারতীয় সৌরভ গাঙ্গুলীর ১৭৪ ম্যাচে। প্রথমে ব্যাট করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডধারী অ্যান্ডারসন। গতকালও নেপিয়ারে তিনি ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন মাত্র ৪০ বলে ৩ চার ও ৪ ছক্কায়। এর আগে কেন উইলিয়ামসন ৭১ ও সাবেক অধিনায়ক রস টেলর ৫৫ রান করেন। তিন হাফসেঞ্চুরিতে স্বাগতিক নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২৯২ রান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.