আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি সমর্থিত প্রার্থীদের ওপর হামলা

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শামিমুর রহমানের সমর্থকদের হামলায় আহত হয়েছেন বিএনপির ছয় নেতা-কর্মী। ঝিনাইদহ : নির্বাচনী প্রচারণাকালে গতকাল শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খানের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। এতে রাকিবুল হাসানসহ বিএনপির চার নেতা আহত হয়েছেন। শৈলকুপার কবিরপুর মোড়ে চেয়ারম্যান প্রার্থী রাকিবুল সকালে নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ ও যুবলীগ সভাপতি বাদশার নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগ ক্যাডাররা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। নড়াইল : কালিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খান শামিমুর রহমানের সমর্থকদের মঙ্গলবার রাতে হামলায় বিএনপির ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা আগুন পুড়িয়ে দিয়েছেন দুটি মোটরসাইকেল। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নড়াগাতি থানার মুলশ্রী গ্রাম থেকে কালিয়া উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আজাদুর রহমান মিঠুর সমর্থকেরা মিছিল নিয়ে খাসিয়াল বাজারে আসেন। এ সময় শামিমুর রহমানের সমর্থকরা তাদের ওপর হামলা চালান।

ময়মনসিংহে সাবেক এমপি শাহীন লাঞ্ছিত : ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী নির্ধারণে দলীয় কাউন্সিলে অনুগত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বিএনপি দলীয় সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন। বুধবার সন্ধ্যায় স্থানীয় স্টেশন রোডে নিজ দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.