আমাদের কথা খুঁজে নিন

   

কটিয়াদীতে মাসিক মিলনমেলা

'ভালো কাজে সবার সাথে, আমরা আছি সবার আগে'- এই স্লোগানকে ধারণ করে সম্প্রতি উপজেলার চারিপাড়া সরকারি মৎস্য প্রজনন কেন্দ্রের হ্যাচারি চত্বরে এক মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করে কিশোরগঞ্জে কটিয়াদী বন্ধুরা। স্থানীয় বন্ধু সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা। অনুষ্ঠানে সমাজের অনিয়ম, দুর্নীতি, নৈরাজ্য, মাদক, এসিড নিক্ষেপ, ইভটিজিং, শিশু ও নারী নির্যাতন, বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বন্ধু প্রতিদিনের প্রত্যেক সদস্যকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া মধ্যাহ্নভোজের পর শুরু হয় কৌতুক, অভিনয়, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান রেজিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. মনজুরুল হক ও শিল্পপতি বিলকিস মনিজা আকবর। অতিথি ছিলেন বাংলানিউজ টুয়েন্টি ফোর ডটকমের জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নবী হোসেন, মসূয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক গৌরাঙ্গ সরকার, রনজন সরকার, স্যানিটারি ইন্সপেক্টর মো. সজিম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মজিবুর রহমান, ইপিআই টেকনিশিয়ান হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক নূরুল ইসলাম, কটিয়াদী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস রুহুল আমীন রেনু, বোরহান উদ্দিন ও ছোট্ট বন্ধু পরশ। * বন্ধু প্রতিদিন ডেস্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।