আমাদের কথা খুঁজে নিন

   

কটিয়াদীতে সচেতনতা সভা

প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক সামাজিক কর্মসূচি পালন করে আসছে কিশোরগঞ্জ কটিয়াদির বন্ধুরা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তারা আয়োজন করল যক্ষ্মা ও কুষ্ঠরোগ সচেতনতা সভা। 'যক্ষ্মা ও কুষ্ঠরোগ নিয়মিত চিকিৎসায় ভালো হয়'-এই স্লোগানকে সামনে রেখে চারিপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সামাজিক কর্মসূচি। কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের সহযোগিতায় আয়োজিত মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোখলেসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মো. আমান উল্লাহ, আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মো. মজিবুর রহমান, যক্ষ্মা ও কুষ্ঠ সহকারী মো. দিলোয়ার হোসেন খান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. রুবেল মিয়া, বন্ধু শাখার সাধারণ সম্পাদক আল মামুন, সদস্য নবাব, বাচ্চু , আলম, লিজা, পারুল প্রমুখ। সঞ্চালক ছিলেন কটিয়াদি বন্ধু সভাপতি মো. শফিকুল ইসলাম।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।