আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালালে পাকিস্তানির ব্যাগে দেড় কোটি ভারতীয় রুপি

আটক মো. ইমতিয়াজ আলম (৩৫) করাচী থেকে দুবাই হয়ে ইতিহাদের একটি ফ্লাইটে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকায় পৌঁছান। কাস্টমসের অতিরিক্ত কমিশনার কেএম অহিদুল আলম বলেন, বিমান বন্দরের গ্রিন চ্যানেলে ইমতিয়াজকে আটক করার পর তার সঙ্গে ১ কোটি ৪৭ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়। এসব মুদ্রা আসল না জাল- তা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি। বিমানবন্দরের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমতিয়াজের চলাফেরায় সন্দেহ হলে জাতীয় নিরপত্তা গোয়েন্দা সংস্থার একজন সদস্য তাকে অনুসরণ করে। পরে দায়িত্বরত কাস্টসম কর্মকর্তা ইমতিয়াজের ব্যাগ তল্লাশি করে ভারতীয় মুদ্রা পান।

১৪৭টি বাণ্ডিলে রাখা রুপিগুলো একবারে নতুন বলে জানান কাস্টসম কর্মকর্তা অহিদুল। তিনি বলেন, “রুপিগুলো জাল হয়ে থাকতে পারে। তবে যাচাই না করে নিশ্চিত কিছু বলা যাবে না। এগুলো হয়তো বাংলাদেশ হয়ে আবর ভারতে পাচার করা হতো। ” অতিরিক্ত কমিশনার কেএম অহিদুল আলম জানান, পাসপোর্টের তথ্য অনুযায়ী, ইমতিয়াজ এবারই প্রথম বাংলাদেশে আসেন।

তার ‍বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.