আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালালে শিবির সভাপতিসহ ১৪ জন বহিষ্কার

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেন জানিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন- শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এহসানুল করিম, কর্মী নৃবিজ্ঞানের মুহিবুল্লাহ, এফইটির আবু ইউসুফ জাকির হোসাইন, মো. নাসিম হাসান, বিএমবির সামসুজ্জামান, সমাজকর্মের মো. রফিকুল ইসলাম, আজিজুল হক, কাওসার আহমেদ, আয়াত উল্লাহ, আমিনুল ইসলাম, জিইবির শাহাবুদ্দিন, বাংলার বদরুল আলম, লোকপ্রশাসনের মো. সানাউল্লাহ ও ইংরেজি বিভাগের মো. সুজন মিয়া।

গত ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের রাতে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ‘চেতনা ৭১’-এর নামফলক ভাংচুর করা হয়। সেদিন এক শিক্ষকের মোটরসাইকেল এবং দুই শিক্ষার্থীর সাইকেলে আগুন দেয় হামলাকারীরা।

এ ঘটনার প্রতিবাদে পরদিন বিকালে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করলে তাতে হামলা করে ছাত্রশিবির।

নিবন্ধক মো. ইসফাকুল হোসেন বলেন, ওই ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশে গত ৩০ জানুয়ারি এই ১৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়েছিল তাদের।

কিন্তু জবাব না দেয়ায় শৃঙ্খলা কমিটির সুপারিশে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে জানান তিনি।

বহিষ্কৃতদের মধ্যে যাদের স্নাতক ও স্নাতকোত্তর শেষ হয়েছে তারা ভবিষ্যতে কোনো কোর্সে ভর্তি হতে পারবে না বলেও জানান তিনি।

“২০১৩ সালের ১৩ ডিসেম্বরের আগে যাদের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু ফলাফল হয়নি তাদের ডিগ্রি বহাল থাকবে।

কিন্তু তারাও ভবিষ্যতে কোনো কোর্স এ ভর্তি হতে পারবে না,” বলেন নিবন্ধক ইসফাকুল হোসেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.