আমাদের কথা খুঁজে নিন

   

নেংটি ইদুরের উপর আমার এক মাসের গবেষণা ও ইদুরের আচরণে পরিবর্তন

-----

প্রায় দু মাস আগে আমি আমার রুমে একটি নেংটি ইদুরের আগমন লক্ষ্য করি। নাম দিয়ে ছিলাম জেরী ও আমার ইন্টারনেট আর ডিসের ক্যাবল বেয়ে বেয়ে আমার ডেক্সে এসে পৌছাতো। প্রথম প্রথম ইদুরটা এত জোড়ে আর দ্রুত দৌড়াতো যে আমি প্রায় দেখতেই পেতাম না। একদিন আমি দেখলাম ও কিছু খাবার জন্য আমার টেবিলের উপর ঘোরাঘুরি করছে। ইদুরটা তখনও পূর্বের মতই দ্রুত ছিল।

আমি তখন ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে করলাম আর ভাবতে লাগলাম। যদি আমি ওর সাথে ভাল ব্যবহার করি তাহলে কি ও ওর আচারণ পাল্টাবে। মনে মনে ভাবলাম দেখাই যাক। পরের দিন ইদুরটা ঠিক ৩ টার দিকে আমার ডেক্সে আবার আসল, আর আমিও পুর্বের চিন্তা মত ইদুরটাকে কিছু বললাম না। তার পর ৩য় দিন, ৪র্থ দিন ,৫ম দিন এভাবে প্রায় সপ্তাহ খানেক যাবার পর আমি লক্ষ্য করলাম ইদুর টার আচরণে কিছুটা পরিবর্তন এসেছে।

ও আর আগের মত দ্রুত না। প্রায় আরও এক সপ্তাহ পর আমি দেখলাম ইদুরটা একেবারেই পাল্টে গেছে। ও এখন খুবই ধীরে ধীরে আর শান্ত ভাবে আসে আর ডেক্সের উপর দিকে ঘুরে বেড়ায়। আমি লক্ষ্য করলাম ও একটু চিকন হয়ে গেছে সিধান্ত নিলাম আর মনে মনে বললাম আগামীকাল থেকে তুমি খাবার পাবে। পরের দিন থেকে আমি যথারীতি ওর জন্য কেক,বিস্কুট ইত্যাদি শুকনো খাবার দিতে শুরু করলাম।

এর পর আরও দু সপ্তাহ পরে আমি দেখলাম এখন আর আমাকে ভয় পায় না। ওর সাহস অনেক বেড়ে গেছে, ও এখন টেবিলের উপর তো আসেই সাথে সাথে খাবার ও খোজে। ও আমার এত কাছে আসতে শুরু করল যে আমি ওর চোখের মনি পর্যন্ত দেখতে পেতাম। একটা সময় দেখতে পেলাম ইদুরটার সাহস অনেক বেড়ে গেছে আর আমার মাউস কিবোর্ড এর উপর দিয়ে ওর হাইওয়ে বানাই ফেলতেছে। মনে মনে বললাম ওকে অনেক গবেষনা হইছে এবার থামা দরকার আর তা না হলে আমার প্লেগ হইতে আর বেশি দেরী নাই।

খাবার দেওয়া বন্ধ করলাম। তবে ইদুরটার ডেক্সের উপর ঘোরাঘুরি আর সাহস আগের মতই এখনও বিদ্যমান। আমি এই ছোট ব্যাপার টা থেকে যা শিখলাম তা হচ্ছে আমি যদি পাল্টে যায় তাহলে আমার আশে পাশের সমস্ত প্রানীই প্রায় পাল্টে যেতে পারে। বা তাদের আচরণ পাল্টাতে পারে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।