আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিবিদদের দোষারোপ করবার আগে ভেবে নিন এদেরকে নির্বাচিত করেছে কারা ??



এই তো আর ভালো লাগছে না কথাটা ?? যে দেশের প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত চাটুকারিতার স্তন চেটে বেঁচে থাকে সে দেশে রাজনীতিবিদদের কী দোষ বলুন তো ?? আপনাকে যদি প্রশ্ন করি 'আপনি নিজে কেন রাজনীতি করেন নি?', আপনি বুদ্ধিমান হলে লজ্জায় মুখ অবনত রাখবেন । আর যদি সেসবের মাথা খান তবে রাজনীতির হাজারটা দোষের বিচার-বিশ্লেষণ করতে থাকবেন । এ ব্যাপারে আপনি অপ্রতিরোধ্য তা আমার স্বীকার করতে দ্বিধামন্যতায় ভুগি না । আচ্ছা, আজকের এই রাজনীতির অধঃপতনের জন্য দায়ী কে বলতে পারেন ?? আমার-আপনার মত সুবিধাবাদীরা যারা বিভিন্ন অজুহাতে রাজনীতির শিষ্ঠাচারকে একঘরে করে রেখেছি । আর তথাকথিত ভালো ছাত্ররা তো কোন ছাড় !! আপনার মত সুচিন্তাশীলরা যখন রাজনীতিকে ভয়াবহতার মাঝে ফেলে চলে আসবেন তখন তো সে মরণ কামড় দেবেই ।

আর নিশ্চয় সে ছোবল সেই সব নেতাদের না দিয়ে, যেসব নেতারা স্বার্থের টানে হলেও রাজনীতিকে আগলে ছিল, আপনাকেই দেবে । নিজের কৃতকর্মের ফল নিজেই যখন পান তখনও আপনাদের সম্ভিত ফিরে না এটাই জাতি হিসেবে আমাদের বড় ব্যর্থতা । আর হ্যাঁ, যে রাজনীতির জন্য নিজে কিছু করেননি সারা জীবন ভর সে রাজনীতি নিয়ে আপনার কটূক্তিও সাজে না । এই বিষয়ে নিশ্চয় আমার আর বিশদ ব্যাখ্যার দরকার নেই । এবার আসি এরপরও আপনাকে কোন না কোন দলের সমর্থন দিতে হবে ।

হ্যাঁ, আমাদের দেশে অনেকের মতে রাজনীতির চর্চা হয়ত শূন্যের কোঠায় । আর রাজনৈতিক দলগুলোর ভেতরে তার অবস্থা হিমাংকেরও নিচে । রাজনীতির ভেতরে সক্রিয় থেকে যখন কিছু করতে পারছেন না তখন অনেক বড় কিছু করতে পারেন সমর্থন দিয়ে । আপনি নিশ্চয় জানেন আপনার এই সমর্থনই ওদের পুঁজি । এক্ষেত্রে আপনি যেহেতু আমূল পরিবর্তনের জন্য নিজেকে অপর্যাপ্ত বলে ধরেই নিয়েছেন সেহেতু উচিৎ হবে অপেক্ষাকৃত ভালো বা অপেক্ষাকৃত কম খারাপের দিকে আপনার সমর্থনের পাল্লাটা ঝুঁকিয়ে দিয়ে পরিবর্তনের পক্ষে প্রথম পদক্ষেপ নেওয়া...এমনি করেই আজকের বপন করা বীজ একদিন ডালপালা ছড়িয়ে রাজনীতির ব্যস্ত শ্রমিকদের সুশীতল ছায়া জোগাবে ।

। গোটা দেশ কখনো একবারে সুন্দর হয় না, হবে না । একটি একটি করে মানুষ যখন সুন্দর হতে থাকবে তখন এমনিতেই আমাদের সোনার কিরণ মাখা মাতৃভুমি সৌন্দর্যের দ্যুতি ছড়াবে । হতে পারে সেদিন খুব বেশি দূরে নেই... এই তো আর ভালো লাগছে না কথাটা ?? যে দেশের প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত চাটুকারিতার স্তন চেটে বেঁচে থাকে সে দেশে রাজনীতিবিদদের কী দোষ বলুন তো ?? আপনাকে যদি প্রশ্ন করি 'আপনি নিজে কেন রাজনীতি করেন নি?', আপনি বুদ্ধিমান হলে লজ্জায় মুখ অবনত রাখবেন । আর যদি সেসবের মাথা খান তবে রাজনীতির হাজারটা দোষের বিচার-বিশ্লেষণ করতে থাকবেন ।

এ ব্যাপারে আপনি অপ্রতিরোধ্য তা আমার স্বীকার করতে দ্বিধামন্যতায় ভুগি না । আচ্ছা, আজকের এই রাজনীতির অধঃপতনের জন্য দায়ী কে বলতে পারেন ?? আমার-আপনার মত সুবিধাবাদীরা যারা বিভিন্ন অজুহাতে রাজনীতির শিষ্ঠাচারকে একঘরে করে রেখেছি । আর তথাকথিত ভালো ছাত্ররা তো কোন ছাড় !! আপনার মত সুচিন্তাশীলরা যখন রাজনীতিকে ভয়াবহতার মাঝে ফেলে চলে আসবেন তখন তো সে মরণ কামড় দেবেই । আর নিশ্চয় সে ছোবল সেই সব নেতাদের না দিয়ে, যেসব নেতারা স্বার্থের টানে হলেও রাজনীতিকে আগলে ছিল, আপনাকেই দেবে । নিজের কৃতকর্মের ফল নিজেই যখন পান তখনও আপনাদের সম্ভিত ফিরে না এটাই জাতি হিসেবে আমাদের বড় ব্যর্থতা ।

আর হ্যাঁ, যে রাজনীতির জন্য নিজে কিছু করেননি সারা জীবন ভর সে রাজনীতি নিয়ে আপনার কটূক্তিও সাজে না । এই বিষয়ে নিশ্চয় আমার আর বিশদ ব্যাখ্যার দরকার নেই । এবার আসি এরপরও আপনাকে কোন না কোন দলের সমর্থন দিতে হবে । হ্যাঁ, আমাদের দেশে অনেকের মতে রাজনীতির চর্চা হয়ত শূন্যের কোঠায় । আর রাজনৈতিক দলগুলোর ভেতরে তার অবস্থা হিমাংকেরও নিচে ।

রাজনীতির ভেতরে সক্রিয় থেকে যখন কিছু করতে পারছেন না তখন অনেক বড় কিছু করতে পারেন সমর্থন দিয়ে । আপনি নিশ্চয় জানেন আপনার এই সমর্থনই ওদের পুঁজি । এক্ষেত্রে আপনি যেহেতু আমূল পরিবর্তনের জন্য নিজেকে অপর্যাপ্ত বলে ধরেই নিয়েছেন সেহেতু উচিৎ হবে অপেক্ষাকৃত ভালো বা অপেক্ষাকৃত কম খারাপের দিকে আপনার সমর্থনের পাল্লাটা ঝুঁকিয়ে দিয়ে পরিবর্তনের পক্ষে প্রথম পদক্ষেপ নেওয়া...এমনি করেই আজকের বপন করা বীজ একদিন ডালপালা ছড়িয়ে রাজনীতির ব্যস্ত শ্রমিকদের সুশীতল ছায়া জোগাবে । । গোটা দেশ কখনো একবারে সুন্দর হয় না, হবে না ।

একটি একটি করে মানুষ যখন সুন্দর হতে থাকবে তখন এমনিতেই আমাদের সোনার কিরণ মাখা মাতৃভুমি সৌন্দর্যের দ্যুতি ছড়াবে । হতে পারে সেদিন খুব বেশি দূরে নেই... ফেসবুক পোস্টঃ Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.