কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সাথে ১৮ দলের কর্মীদের সাথে সংর্ঘষে জাকির হোসেন (৫০) এক বিএনপির কর্মী নিহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে আরও অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকালে চকরিয়া ষ্টেশনে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় গত ২৬ নভেম্বর অবরোধ চলাকালে চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম পুলিশের নির্যাতনে অহত হয়ে ২৮ নভেম্বর রাতে মারা যায়। শুক্রবার তার ময়না তদন্ত শেষে বিকালে লাশ চকরিয়া পৌছঁলে ১৮ দলের নেতা কর্মীরা লাশ নিয়ে শোক মিছিল বের করে।
এ সময় মিছিলটি চকরিয়া ষ্টেশনের মাঝামাঝি পৌছঁলে পুলিশ বাধা দেয় এতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশের গুলিতে চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড কর্মী জাকির হোসেন (৫০) মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। সংঘর্ষ চলাকালে অন্তত ৩০/৩৫ টি গাড়ী ভাংচুর করা হয়েছে বলে পুলিশ জানায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।