আমাদের কথা খুঁজে নিন

   

বড়লেখায় শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ১০

আজ দুপুর ১টায় বড়লেখা উপজেলার কাঠালতলীবাজারে শিবির- পুলিশ সংঘর্ষে ৮ জন আহত হয় এবং শিবির সন্দেহে ছাত্রলীগ কর্মীরা ২ জনকে কুপিয়ে আহত হয়েছে।

জানা গেছে, শিবিরের নেতাকর্মীরা বড়লেখা-কুলাউড়া রাস্তা অবরোধ ও পুলিশের গাড়ী লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে।

এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে  ১৬ রাউন্ড ফাকা গুলি করে। পুলিশ ও শিবির কর্মিদের সংঘর্ষে পুলিশ কনষ্টেবল ইকবাল হোসেনসহ ৮ জন আহত হয়েছে।

আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সাধিন রয়েছে। এ ঘটনায় পুলিশ তাত্ক্ষনিক শিবির কর্মি সন্দেহে অভিযান চালিয়ে বাবুল আহমদ(২০), নরুল ইসলাম(১৭), সাইফুল ইসলাম(১৯), সাইদুল হক(২০), জাবেদ আহমদ(২১), নজমুল ইসলাম(১৮), শাহাব উদ্দিন(২১), কামরুল ইসলাম(২০) ও আব্দুল মুহিত (১৮) নামে ৯ জনকে আটক করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা আবুল হাশিম ৯জন আটকের সত্যতা স্বীকার করলেও পুলিশ আহতের সত্যতা স্বীকার করেননি।

অপরদিকে দুপুর ১২ টায় বিয়ানিবাজার ইসলামি ব্যাংকের কর্মকর্তা আব্দুল মালিক ও হাফিজ মাহমুদ মোটরসাইকেলযোগে বড়লেখা বাজারের বাটারফ্লাই দোকানের সামনে আসলে শিবির সন্দেহে ছাত্রলীগ কর্মিরা দা দিয়ে কুপিয়ে আহত করে। মারাত্বক আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরন করা হয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।