আমাদের কথা খুঁজে নিন

   

বড়লেখায় শিবির-পুলিশ সংঘর্ষে আহত ৫, আটক ৫

বড়লেখায় একাধিক মামলায় অভিযুক্ত শিবির কর্মিদের ধরতে গিয়ে শিবির-পুলিশ সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রবিবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসি ও পুলিশ সুত্র জানায়, ছাত্রলীগ কর্মীদের উপর হামলা ও নির্বাচনী সহিংসতার ৭/৮টি মামলার আসামী শিবির নেতা কর্মিরা পুলিশি আটকের ভয়ে পলাতক ছিল। রবিবার রাতে কাঠালতলী ইউপির টাকি গ্রামে তাদের অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মিরা স্থানীয় মসজিদের মাইকে ডাকাতের আক্রমনের সংবাদ প্রচার করলে এলাকাবাসিসহ শিবির কর্মিরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি করে। এসময় তাদের আক্রমনে এস আই জিয়া উদ্দিনসহ ৫জন পুলিশ সদস্য আহত হয়।  

পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের কলেজ শাখার সাধারন সম্পাদক আব্দুল আহাদ ও শিবির কর্মী নিজাম উদ্দিন,দেলওয়ার হোসেন তাহের,ছয়েফ উদ্দিনও শাহ আলম নামে ৫ জনকে আটক করে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আবুল হাশেম ঘটনার সত্যতা স্বীকার করে জানান আটকদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।