আমাদের কথা খুঁজে নিন

   

গর্ভবতী বরের বিয়ে !


ছবিতে ডানে বর এলেক্সি টারবোডা বায়ে কনে কারেন ব্রুসালিও ২৯ নভেম্বর শুক্রবার আর্জেন্টিনা ইতিহাসে হয়ে গেলো যুগান্তকারী ঘটনা। এদিন গর্ভবতী লিঙ্গ পরিবর্তনকারী এক দম্পতির বিয়ে হয়েছে। বর এলেক্সি টারবোডা জন্মে ছিলেন মেয়ে হয়ে কিন্ত বিয়ে করলেন বর পরিচয়ে। অন্যদিকে কনে কারেন ব্রুসালিও জন্মেছিলেন পুরুষ হয়ে বিয়ে করলেন কনে পরিচয়ে। লিঙ্গ পরিবর্তনকারী দুজন স্বামী স্ত্রী পরিচয়ে থাকলেও তাদের আনুষ্ঠানিক কোনো বিয়ে হচ্ছিলো না।

এদিকে এলেক্সি গর্ভবতী হোন। তাই বিয়ে রেজিস্ট্রেশনের সময় বরকে গর্ভবতী দেখা যায়। বিবাহের এক প্রতিক্রিয়া এলেক্সি টাবরডা বলেন, সিভিল ম্যারেজে আমাদের বিবাহ হওয়াতে আমরা খুব খুশি। আমাদের স্বপ্ন সত্যি হলো। দুজন লিঙ্গ পরিবর্তনকারীর মধ্যে এটাই প্রথম বিয়ে আর্জেন্টিনাতে।

টারবোডা ও ব্রুসিলারিও, ২৮ দম্পতির বলেন, আমরা ক্যাথলিক চার্চে বিবাহ করতে চেয়েছিলাম। পোপ ফ্রান্সিসের কাছে আবেদনও করেছিলাম। আগামী ২২ ডিসেম্বর তাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। অনাগত সন্তান মেয়ে হবে জানায় এলেক্সি-কারেন দম্পতি। মেয়ের নাম রাখা হয়েছে জেনেসিস এঞ্জিলিনা।

আর্জেন্টিনা ২০১০ সালে সমলিঙ্গের বিয়ের অনুমতি দেয়। দুবছর পর তারা লিঙ্গ পরিবর্তনকারীদের বিয়ে স্বীকৃতি দিয়ে আইন পাশ করে। আইডি কার্ডে নতুন পরিচয় যুক্ত করার ঘর রাখা হয়। কারেন ব্রুসলেরিও ও এলিক্সি টাবোরডা আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চলই শহর ভিক্টোরিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। লেখক এর পূর্বেকার পোস্ট আলোর গতির সমান ন্যানো ক্যামেরা ! বিদ্যুৎ চালিত হেলিকপ্টার ওরফে ভলোকপ্টার আসছে আগামীতে ! ধর্ষণ মন্তব্যর প্রতিবাদে মিনিস্কার্ট সমাবেশ ধর্ষিত মেয়ে ফ্যাস্টিটদের এজেন্ট: অরুন্ধতি ! রংধনু গাছ
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.