আমাদের কথা খুঁজে নিন

   

গণপরিবহনের ভাড়া বাড়ছে

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ানোর ফলে শিগগিরই বাড়ছে রাজধানীর গণ পরিবহন ও দূরপাল্লার গাড়িসহ সিএনজি চালিত অটোরিকশা’র ভাড়া। সাধারণ মানুষ বলছে, এভাবে জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের ভাড়া বাড়লে জীবন ধারণ দুঃসাধ্য হয়ে উঠবে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ জানিয়েছেন, তেলের মূল্য বাড়ানোয় এক সপ্তাহের মধ্যে পরিবহন ভাড়া পুরনির্ধারণ করা হবে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালে চার দফা জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। সবশেষ ২০১১ সালের ৩০ ডিসেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন ও ফার্নেস অয়েলের দাম বাড়ে। এক বছরের ব্যবধানে গত বৃহস্পতিবার আবারও বাড়ানো হয় চার ধরনের জ্বালানি তেলের দাম। এর ফলে শিগগীরই বাড়ছে রাজধানীর গণ-পরিবহনসহ দূরপাল্লার গাড়ি ভাড়া। এদিকে, তেলের মূল্য বৃদ্ধির সাথে সিএনজি চালিত অটোরিকশার সম্পর্ক না থাকলেও, ভাড়া বাড়ানোর কথা জানালেন চালকরা।

পরিবহন যাত্রী আর সাধারণ মানুষ মনে করছেন, ঘন ঘন তেলের দাম বাড়ায়, তাদের এখন নাভিশ্বাস অবস্থা। এ সরকারের চার বছরে পঞ্চমবারের মতো তেলের দাম বাড়ানো হলেও সরকারের দাবি, এরপরও প্রতি লিটার ডিজেলে ১১ টাকা ৭৭ পয়সা এবং প্রতি লিটার কেরোসিনে ১২ টাকা ১৫ পয়সা ভর্তুকি দিতে হবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।