আমাদের কথা খুঁজে নিন

   

শঙ্কা কাটছে না ব্রাজিলের

রাজপথের বিক্ষোভ, শ্রমিক ধর্মঘট এবং স্টেডিয়ামে দুর্ঘটনার কবলে পড়ে শ্রমিক নিহত হওয়ার ঘটনা ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। তার উপর আছে ফিফার দেওয়া সময়সীমার বাধ্যবাধকতা। ডিসেম্বরের মধ্যেই বিশ্বকাপের জন্য প্রস্তুত করা ১২টি স্টেডিয়ামে পূর্ণ রূপেই বুঝিয়ে দিতে হবে ফিফাকে। কিন্তু ব্রাজিল এই সময়সীমা ধরতে পারবে কিনা এই নিয়েই রয়েছে শঙ্কা। তাছাড়া বিশ্ব সেরা এ ক্রীড়া আসর আয়োজনের মধ্য দিয়ে ব্রাজিলের ভাবমূর্তি যতটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিকভাবে আয়োজন শেষ করতে ব্যর্থ হলে তার চেয়ে অনেকটা নিচেই নেমে যাবে তাদের অবস্থান।

ল্যাটিন আমেরিকা অঞ্চলের রাজনৈতিক বিশেষজ্ঞ মার্ক জোনস এ ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন।

'এই ইভেন্ট আয়োজনের মাধ্যমে ব্রাজিল অনেক কিছুই অর্জন করতে পারবে। তবে যদি এটা ব্যর্থ হয়, ব্রাজিল বড় ধরনের ইমেজ সংকটে পড়বে। ' টেঙ্াসে সাংবাদিকদের সঙ্গে মার্ক জোনস এসব কথা বলেন। কেবল তো বিশ্বকাপই নয়, ব্রাজিলের সামনে রয়েছে রিও অলিম্পিকও।

২০১৬ সালের আয়োজন নিয়েও ব্রাজিলকে কাজ করতে হচ্ছে। সবমিলিয়ে বাজেটের আকারটাও বেশ বড়। কেবলমাত্র বিশ্বকাপের জন্যই ব্রাজিলকে খরচ করতে হয়েছে ১৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে এটা কেবল স্টেডিয়ামের জন্য। অবকাঠামোর অন্যান্য ক্ষেত্রে তেমন একটা অগ্রগতি হয়নি।

যেমন বিশ্বকাপের সময় ব্রাজিলে অন্তত ৬ লাখ বিদেশি এবং ৩০ লাখ ব্রাজিলিয়ান দর্শক বিভিন্ন শহরে চলাচল করবে। এই বিশাল জনসংখ্যার গমনাগমনের জন্য ব্রাজিলকে নির্ভর করতে হচ্ছে পুরাতন বিমানবন্দরগুলোর উপরই। বিশেষ করে রিও এবং সাউপাওলোর বিমানবন্দরই দর্শকরা সবচেয়ে বেশি ব্যবহার করবেন।

এক্ষেত্রে ব্রাজিলের তেমন কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ইয়াহু। সে যাই হোক, ব্রাজিল হয়ত শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজন করবেই।

তবে প্রশ্ন জাগছে, বিশ্বকাপটা ঠিকভাবে শেষ করতে পারবে তো তারা! এরই মধ্যে ব্রাজিলে খরচ বেড়ে গেছে ৫০০ শতাংশ। বিশ্বকাপের সময় এই ব্যয় আরও বাড়তে পারে। ব্যয়বহুল এই বিশ্বকাপে অনুন্নত বিশ্বের দর্শকদের জন্য অনেকটা অঘোষিত নিষেধাজ্ঞাই থাকছে!

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।