আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিখ্যাত গেরিলা

গেরিলাদের কার্যপরিধি ব্যাখ্যা করতে গিয়ে চীনের বিপ্লবী নেতা মাও সে তুং বলেছিলেন_ 'দিন তোমাদের, রাত আমাদের/ রৌদ্র তোমাদের, বৃষ্টি আমাদের/ শহর তোমাদের, গ্রাম আমাদের। '

গেরিলা শব্দটির উৎস স্প্যানিশ। যার অর্থ খুদে যুদ্ধ। একজন গেরিলা হলেন একজন বেসামরিক ব্যক্তি যিনি যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষ সেনাবাহিনীকে আক্রমণ করে। আর এই পদ্ধতিতে যে যুদ্ধ সংঘটিত হয়, সে যুদ্ধকেই বলা হয় গেরিলা যুদ্ধ।

আরও স্পষ্ট করে বললে গেরিলা যুদ্ধ এমন এক ধরনের যুদ্ধ পদ্ধতি যেখানে ভূমি এবং ভৌগোলিক সুবিধা ব্যবহার করে প্রতিপক্ষের ওপরে প্রাধান্য বিস্তার করা হয়। গেরিলাযুদ্ধ অনেক সময়ই দুর্গম বন-জঙ্গল এলাকায় হয়ে থাকে। সেনাবাহিনী সাধারণত কোনো দেশ বা অঞ্চলের ওপরে আক্রমণ করে। তখন প্রতিপক্ষ থেকে তারা বিচ্ছিন্ন আক্রমণের শিকার হয়। গেরিলা শব্দটি মূলত দলছুট যোদ্ধা বা একক যোদ্ধার ক্ষেত্রে ব্যবহৃত হলেও কখনো কখনো গেরিলাদেরও আলাদা বাহিনী তৈরি করা হয় এবং সেই বাহিনী প্রতিপক্ষের ওপর প্রাণপণে ঝাঁপিয়ে পড়ে।

গেরিলা শব্দটির শাব্দিক অর্থ খুঁজে পেতে ফিরে যেতে হয় নেপোলিয়নের সময়ে। মূলত সেই সময় থেকেই গেরিলা ধারণাটির বিকাশ লাভ হয়েছে। তখন নেপোলিয়ন বাহিনী বিশ্বজয়ের অদম্য মোহে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। কিন্তু পেনিনসুল্যার যুদ্ধে হঠাৎ থমকে দাঁড়াতে হয় সেই বিখ্যাত বাহিনীকে। হঠাৎ ভিন্নধর্মী এক রণকৌশলে বিপর্যস্ত নেপোলিয়ন বাহিনী।

হালকা অস্ত্রে সজ্জিত স্প্যানিশ বাহিনীর কাছে একে একে পরাভূত হতে থাকে নেপোলিয়নের ভারী অস্ত্রে সজ্জিত এক একটি ফরমেশান। পরেরটুকু শুধুই ইতিহাস। দীর্ঘস্থায়ী এই যুদ্ধ হয়ে দাঁড়ায় নেপোলিয়নের পতনের কারণ এবং স্প্যানিশ শব্দ 'গেরিলা' বা 'ছোট যুদ্ধ' হয়ে পড়ে অপশক্তির বিরুদ্ধে মুক্তিকামী মানুষের সশস্ত্র প্রতিরোধের একমাত্র কণ্ঠস্বর।

সভ্যতার বিবর্তনের নানা ধাপজুড়ে জড়িয়ে রয়েছে যুদ্ধের দগদগে ঘা। আর সেই যুদ্ধের ইতিহাসে কেবল বীরদেরই ঠাঁই হয়েছে।

লিপিবদ্ধ হয়েছে বিজয়গাথা। সেই বিজয়গাথার অনেকাংশ জুড়েই রয়েছেন গেরিলারা। মুক্তিকামী মানুষের সশস্ত্র প্রতিরোধের সামনে অনেক সময়ই খড়কুটোর মতো উড়ে গেছে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সুগঠিত সেনাবাহিনী। এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধেও অসামান্য অবদান রেখেছেন এই গেরিলা যোদ্ধারা। পৃথিবীর ইতিহাসে অবদান রাখা আলোচিত গেরিলাদের নিয়েই আমাদের এ আয়োজন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.