আমাদের কথা খুঁজে নিন

   

পোস্ট নামক পদার্থের পোস্টমর্টেম



আবার ভাইবেন না যেন আমি পোস্ট অফিসে চিঠিপত্র পোস্ট করা নিয়া জ্ঞানগর্ভ পোস্ট দিছি। আমি সামুতে প্রতিদিন যেসমস্ত পোস্ট প্রসবিত হয় সেইসব পোস্ট নিয়া আলোচনা করতেছি। যদিও সামু আমার বাড়ির উঠান না। আবার সামু আমারে সামুর হয়ে জবাবদিহি করার দায়িত্ব দেয় নায়। কিন্তু একজন সামু প্রেমি হিসাবে আমি মনে করি সামু আমারে কিছু কথা বলার অধিকার অবশ্যই দিছে।

সামুতে কয়েকজন জাফর ইকাবাল আছেন যারা শুশিল বাবুর মতন সামুতে এরকম পোস্ট আসলেই ঝাপায়া পড়েন। পদার্থ দুই প্রকারের হয়। সামুতে যেসমস্ত পোস্ট প্রসবিত হয় অইগুলাও একরকমের পদার্থ। তবে কোন মতেই অইগুলাকে অপদার্থ বলা যাবে না। তাইলে পোস্ট হইল পদার্থের মতন দুই প্রকারেরঃ ১ মৌলিক পোস্ট ২ যৌগিক পোস্ট ১ মৌলিক পোস্টঃ গুগল উইকি রকয।

আমরা সবাই জ্ঞানী । অনেক কিছু জানি। যেসমস্ত পোস্ট এই মর্মে বিশ্বাস স্থাপন করে প্রসবিত হয় তাহাই মৌলিক পোস্ট। যেমনঃ ঈদ স্পেশাল গোপন তথ্যের মেগা সংকলন পোষ্ট ফাঁস হয়ে গেল বিভিন্ন ব্লগারদের দুর্লভ সব স্ক্রীন শর্ট ১৭০৩ বার পঠিত, ৪ টা লাইক, মন্তব্য ২৫৮ ও প্রিয়তে নিছে ৬ জন হলিডে নাইট ব্লগকিলিক্স চলুন জেনে নিই বিভিন্ন ব্লগারের মাল্টি নিক গুলো ১২৬৮ বার পঠিত, ৩২ টা লাইক, মন্তব্য ২০১ ও প্রিয়তে নিছে ৯ জন হরতাল নাইট আজকের বিষয় লুল, লুলামী এবং শ্রেষ্ট লুল নির্বাচন সংবিধিবদ্ধ সতর্কীকরন ইহা অত্যন্ত স্পর্শকাতর পোষ্ট, কারো ১৮+ অনুভূতিতে আঘাত করলে কারো স্পর্শ দায়বদ্ধ থাকিবে না ১৯৪৯ বার পঠিত, ১৫ টা লাইক, মন্তব্য ৩১২ ও প্রিয়তে নিছে ৪ জন ইত্যাদি......... তাই সবায় এমন ধরনের বেশি বেশি মৌলিক পোস্ট দেন। বিশ্বাস করেন হিট আর মন্তব্য খোঁড়ায় আর কেউ ভুগবেন না।

১০০% গ্যারান্টি। বিফলে মূল্য ফেরত। ২ যৌগিক পোস্টঃ মৌলিক পোস্ট প্রোমোট করতে যেসমস্ত পোস্ট প্রসবিত হয় অইগুলাই হইল যৌগিক পোস্ট। যেমনঃ সামহোয়্যারইন গল্প সংকলন মহিমান্বিত মে ১৩ ২৬৭২ বার পঠিত, ৬৩ টা লাইক, মন্তব্য ৩২৭ ও প্রিয়তে নিছে ৯৯ জন একটি কাব্যিক ভ্রমন সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুন ২০১৩ ৬৮৪ বার পঠিত, ৩৭ টা লাইক, মন্তব্য ১৪০ ও প্রিয়তে নিছে ২১ জন www.somewhereinblog.net ৩৯৬১ বার পঠিত, ১০৮ টা লাইক, মন্তব্য ৪৪০ ও প্রিয়তে নিছে ১৭৮ জন ইত্যাদি........ তাই সবায় এমন ধরনের যৌগিক পোস্ট প্রসবের মাধ্যমেও হিট আর মন্তব্য খোঁড়া হইতে বাছতে পাড়েন। দুই দিনের বৈরাগী আলুর ভর্তারে কয় ফ্রেন্জ ফ্রাই।

সামুতে যারা বাংলাদেশের জাফর ইকবাল সব প্রশ্নের উত্তর স্বপ্রণোদিত হয়ে দেন তাদের কাছে মতামত জানতে চাই। আমার এই পোস্টটা কি মৌলিক না যৌগিক পোস্ট নাকি খিচুড়ি পোস্ট ? তবে আমার এই পোস্টে আবার কেউ রেফারেন্স খুইজা আরাম না পাইলে আমার দোষ নায়। কারন রেফারেন্স হিসাবে সমগ্র ইন্টারনেটকেই চিহ্নিত করার ব্যাপারটিতে পুরো একমত হতে পারিনা। যেমন ধরেন আমরা যদি পত্রিকার কোন নিউজ কাটিংকে উপস্থাপন করি তাহলে সেই ক্ষেত্রেইও আমাদেরকে উল্লেখ্য করে দিতে হয় কোন পত্রিকার, কোন তারিখের, কোন পৃষ্টায় আছে। তাই, সেই হিসাবে তথ্যসূত্র হিসাবে শুধু মাত্র "ইন্টানেট" এর কথা উল্লেখ্য করাটা বেশ দুর্বল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.