আমাদের কথা খুঁজে নিন

   

বিনামূল্যে অ্যাপ্লিকেশন দিচ্ছে ব্ল্যাকবেরি

কানাডার মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি এবার তাদের অ্যাপ্লিকেশন ইকোসিস্টেমকে সামনে আনছে। ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন ক্রেতাদের কাছে গেম, মিউজিকসহ বিভিন্ন বিভাগে বিনামূল্যে ও বিশেষ ছাড়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘদিন ধরেই স্মার্টফোনের বাজারে ধুঁকছে একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। সম্প্রতি ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে এনে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি ব্যবহারকারীদের এ বছরের ডিসেম্বর মাসজুড়েই অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন ব্ল্যাকবেরির কর্মকর্তারা।



ব্ল্যাকবেরির এক মুখপাত্রের বরাতে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, শীত মৌসুম উপলক্ষে ব্ল্যাকবেরির ব্যবহারকারীদের জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে ব্ল্যাকবেরি। বিবি১০ ওস নির্ভর ব্ল্যাকবেরির কিউ ৫, কিউ১০, জেড১০ ও জেড ৩০ ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।

তবে এই ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ব্ল্যাকবেরির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অফার অনুযায়ী ডিসেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন একটি করে অ্যাপ্লিকেশন বিনামূল্যে পাবেন ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা। এর মধ্যে রয়েছে পেসমেকার, মনোপলি, অ্যাংরি বার্ডসের মতো অ্যাপ্লিকেশন।

মাসের বাকি ৫ দিন বিশেষ ছাড়ে অ্যাপ্লিকেশন কিনতে পারবেন তাঁরা।
উল্লেখ্য, ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ব্ল্যাকবেরি ওয়ার্ল্ড অ্যাপ স্টোরে এক লাখ ৪০ হাজারের বেশি অ্যাপ্লিকেশন রয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।