আমাদের কথা খুঁজে নিন

   

মনোনয়নপত্র জমা পড়ছে চলছে বঞ্চনার বিক্ষোভõ

মনোনয়ন বঞ্চনার বিক্ষোভ অব্যাহত রয়েছে। দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগ গতকাল দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদে এসব মতবিরোধের তথ্য জানা গেছে। এ ছাড়া মনোনয়নপ্রাপ্তদের কারও কারও মনোনয়নপত্র জমা দেওয়ার খবরও দিয়েছেন তারা। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এ আসনে মনোনীত প্রার্থী আফাজ উদ্দিন আহমেদকে দলের কোনো নেতা-কর্মী ভোট দেবেন না। প্রার্থী পরিবর্তন না হলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল হক চৌধুরীকে স্বতন্ত্র প্রার্থী করা হবে বলে তিনি জানান। সাতক্ষীরা-২ (সদর উপজেলা) আসনে বাংলাদেশ নৌ-কমান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মোস্তাক আহমেদ রবিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মনোনয়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। রবিবার দুপুর ১২টায় শহীদ আবদুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, আওয়ামী লীগের নেতা শওকত হোসেন, আবু সাইয়িদ প্রমুখ। মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের ব্যানারে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় তার ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা ফয়সল আহম্মদ বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার বিকালে তিনি জেলা নির্বাচন অফিস থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন দৌড়ে প্রবীণ সব নেতাকে পেছনে ফেলে আওয়ামী লীগের মনোনয়ন জিতে বাজিমাত করেছেন কুড়িগ্রাম-৩ আসনের উলিপুরের নারী মতি শিউলি। রাজনীতিতে অংশ নেওয়ার তিন বছরের মাথায় ২০১২ সালে তিনি কাউন্সিলরদের ভোটে উপজেলার সভাপতি নির্বাচিত হয়ে প্রথম চমক দেখান। একজন সাবেক এমপিসহ ১২ জন মনোনয়ন প্রার্থীকে পেছনে ফেলে দলের টিকিট লাভ করেন তিনি। মনোনয়ন যুদ্ধে জয়ী মতি শিউলিকে নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সর্বত্র চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে চাটুকাররা মনোনয়নবঞ্চিতদের পক্ষে কুড়িগ্রামে শনিবার নামমাত্র সংবাদ সম্মেলন করে তাতে কুড়িগ্রাম-৩ আসনে মতি শিউলিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মাদারীপুর-৩ আসনে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের মনোনয়ন বাতিল ও সৈয়দ আবুল হোসেনকে এবারও আ'লীগের মনোনয়ন দেওয়ার দাবিতে এইচএসসির নির্বাচনী পরীক্ষা বর্জন করেছে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকালে কলেজ চত্বরে তারা বিক্ষোভ মিছিল করে পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন 'আজ তারা পরীক্ষা বর্জন করেছে কিন্তু সোমবার থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই পরীক্ষাও পেছানো হয়েছে।' সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে তার বিক্ষুব্ধ সমর্থক, আ'লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রবিবার সকালে বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছে। এ ছাড়াও বেলকুচি-এনায়েতপুর সড়কের মুকুন্দগাঁতী বাজার মোড়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থী জেলা পরিষদ প্রশাসক মজিদ মণ্ডলের কুশপুত্তলিকাও দাহ করা হয়েছে। এদিকে দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদ্য গণপদত্যাগকারী নেতা-কর্মীরা লতিফ বিশ্বাসকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। অন্যদিকে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সংসদ সদস্য গাজী শফিউল ইসলাম শফিকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর সাবেক জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামপুত্র তানভীর ইমামকে আ'লীগ থেকে মনোনয়ন দেওয়ায় তা বাতিলের দাবিতে উল্লাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আ'লীগ ও অঙ্গসংগঠনের একাংশের নেতা-কর্মীরা সংসদ সদস্যকে নিয়ে রবিবার সকাল থেকে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছেন। অরপদিকে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত না মেনে নেতা-কর্মীদের উসকে অনশন করার প্রতিবাদে তানভীর ইমামের নেতৃত্বে অপর অংশের নেতা-কর্মীরা দুপুরে পৌর শহরে মিছিল করেছে। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দীর্ঘদিন ধরে জেলার নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপদেষ্টা বিশেষ করে নেত্রকোনা তথা ভাটি অঞ্চলের প্রাণের দাবি বর্তমান 'হাওর এঙ্পেস' আনয়নের জন্য আন্দোলনের প্রধান উপদেষ্টা লে. কর্নেল (অব.) আবদুন নূর খানকে এবারও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না দেওয়ায় গতকাল সন্ধ্যায় এলাকাবাসী কাটলীস্থ নূর খানের বাসভবনের সামনে এক সভায় মিলিত হয়। তিনি সবার চাপের মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দেন। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর পূর্বাঞ্চর) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। রবিবার বিকালে তার পক্ষে দলীয় নেতারা জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে সকালে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের কাছে ওবায়দুল কাদেরের মনোনয়পত্র দাখিল করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আ'লীগের সভাপতি খিজির হায়াত খান।বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রধান মন্ত্রীর চাচাতো ভাই এমপি শেখ হেলাল উদ্দিন গতকাল দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর মনোনয়নপত্র জমা দেন।বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর ফুপাতো ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। গতকাল দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হাসানাত তার গ্রামের বাড়ি সেরালে থাকা দাদা আবদুল খালেক সেরনিয়াবাতের কবর জিয়ারত ও গৌরনদী উপজেলার কসবা পীর সাহেব হজরত মলি্লক দূত কুমার (রঃ)-এর মাজার জিয়ারত করেন। দিনাজপুর-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে শোভাযাত্রাসহ মনোনয়নপত্র দাখিল করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। এদিকে দিনাজপুর-৫ আসনে সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার মনোনয়নপত্র দাখিল করেন। মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগ ও বিএনএফ মনোনীত দুই প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি ইউএনও মোহাম্মদ ফজলে আজিমের কাছ থেকে মনোনয়ন ফরম কেনেন বিএনএফ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান আজাদ ফকির। তার বাড়ি কালকিনির পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামে। এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে তার ছোট ভাই মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হাসান ইয়াদ জেলা নির্বাচন অফিস থেকে শনিবার বিকালে মনোনয়ন ফরম ক্রয় করেন। তার বাড়ি মাদারীপুর পৌর এলাকার কুকরাইল গ্রামে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জয়নাল আবেদীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মাহমুদ হোসেনের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। মেহেরপুর-১ আসনে সংসদ সদস্য জয়নাল আবেদীনের পরিবর্তে ফরহাদ হোসেন দোদুলকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মর্যাদাকর আসন হিসেবে পরিচিত বরিশাল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় এসে বিশাল মোটরসাইকেলের শোডাউন (র্যালি) করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরন।

গতকাল ভোরে ঢাকা থেকে বিশেষ লঞ্চযোগে বরিশাল লঞ্চঘাটে পেঁৗছেন নির্বাচনকালীন সরকারের নবনিযুক্ত মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এবং সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র হিরন। গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমেদ খানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ আত্দীয় চৌধুরী মুজিবুর রহমান নিঙ্ন। গতকাল ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। নিঙ্ন চৌধুরীর বাবা বঙ্গবন্ধুর আপন ভাগ্নে ও মা বঙ্গবন্ধুর আপন ভাগি্ন। নিঙ্ন চৌধুরীর বড় ভাই নূরে আলম চৌধুরী লিটন বর্তমান জাতীয় সংসদের হুইপ। উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

ইমনের দুই সমর্থক আটক

সুনামগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ইমনের পোস্টার লাগানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ।

জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর নির্দেশে তাদের আটক করা হয়েছে বলে জানায় প্রশাসন। আটককৃতরা হলেন- শহরের হাছননগর এলাকার কাছিম আলীর ছেলে মো. তাজুদ ও একই এলাকার রমজান আলীর ছেলে আমিনুল ইসলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.