আমাদের কথা খুঁজে নিন

   

আজ নীলফামারী ও মানিকগঞ্জমুক্ত দিবস

আজ নীলফামারী হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উত্তোলন কারা হয় লালসবুজের পতাকা। মুক্তিযোদ্ধাদের সশস্ত্র প্রতিরোধে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে পাকহানাদার বাহিনী। বাধ্য হয় নীলফামারী ছাড়তে। ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত হয় নীলফামারী।

এদিকে মানিকগঞ্জও পাক হানাদারমুক্ত হয় আজ। '৭১ সালের এই দিন থেকে একে একে পাক হানাদাররা মানিকগঞ্জ থেকে পালিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করে। বিজয়ী বেশে মুক্তিযোদ্ধারা সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে সমবেত হন। আওয়ামী লীগ নেতা মাজহারুল হক চান মিয়ার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। এই মহান দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর মানিকগঞ্জে বসে ১৫ দিনব্যাপী বিজয় মেলা। অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ আজ হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.