আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থী হওয়ার সময় শেষ

সোমবার বিকাল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট মনোনয়নপত্র জমা দেয়নি। জমার সময় বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্তও নেয়নি নির্বাচন কমিশন।
ইসির উপ সচিব (নির্বাচন পরিচালনা) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন কোনো নির্দেশনা আমরা ইসির কাছ থেকে পাইনি। বিকাল ৫টায় এবারের মনোনয়ন দাখিলের সময় শেষ হল।”
তবে বিকালে সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কক্ষে চার নির্বাচন কমিশনার বৈঠকে বসেছেন।
রোববারই সিইসি জানিয়েছিলেন, জমা দেওয়ার সময় বাড়ানো হবে না। তবে বিরোধী দল নির্বাচনে এলে তফসিলের বিষয়টি ভিন্ন ‘আঙ্গিকে’ দেখবেন তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।